।।শুভ পঞ্চমী ।।
স্কুল শেষ করার সাথে সাথেই পুজোর রং আবার বদলে গেছিলো । কিছুটা। তার মধ্যে একটা অন্যতম সংযোজন ছিল পশ্চিমবঙ্গের বাইরে পুজোর আগের উদ্দীপনাগুলোকে উপভোগ না করতে পারার কষ্ট। দুর্ভাগ্যবশতঃ এমন এক জায়গাতে এডমিশন নিয়েছিলাম যেখানের সংস্কৃতি আর আমার নিজের সংষ্কৃতির মধ্যে বিন্দু মাত্র মিল ছিল না। কারণ অষ্টমীর দিন সরস্বতী পুজো হতো সেখানে। মনে আছে ২০০৭ এ আমি সপ্তমী, অষ্টমী ও নবমীতে সেকেন্ড ইয়ারের সেমেস্টার লিখতে যাই , তাও আবার নতুন জামা পরে। কেঁদে কেটে চোখের জল ভাসিয়ে। সেই অনুভূতি চরম বেদনাদায়ক ছিল বটে। কিন্তু ভগবানের কৃতার্থে, কলেজে পড়াকালীন আর আমাকে এই দূর্গা পুজো কে দূরে সরিয়ে রাখতে হয়নি। পুজোর আগের শরৎ কাল আর পুজো আসছে এই ব্যাপারটাকে মনে পড়তো ঠিকই , কিন্তু দীর্ঘ লাইনের পর দাঁড়িয়ে তৎকালে চেন্নাই-হাওড়া, করমণ্ডল বা এগমোর এক্সপ্রেসের টিকিট পেয়ে গেলে যেই আনন্দের চরম পর্যায়ে পৌঁছতাম, সেটা অনবদ্য। আবার এমনও হয়েছে, প্লাটফর্ম এ জানতে পেরেছি ওয়েটিং লিস্ট ৭০ থেকে সোজা টিকিট কনফারমড। এই কিছু কিছু নতুন উত্তেজনা নতুন করে যোগ হয়েছিল। বলা যেতে পারে, কলকাতার পুজো কি জিনিস তখন হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। যাই হোক সেই কথা।
স্কুল পাশ পড়ার পর ষষ্ঠী ,সপ্তমী ,অষ্টমী ,নবমী ও দশমী এর প্ল্যান গুলো বেশ .নতুন করে সাজানো হতে লাগলো। আমি আসার পর জানতে পারতাম দিদিভাইয়ের হাতে প্ল্যান রেডি। আর তার মধ্যে ,একদিন বরাদ্দ থাকতো মাসির বাড়ি যাওয়া। ওটা অত্যাবশ্যক ছিল। আর বাকি দুদিন থাকতো দিদিভাই এর কলেজের বন্ধুদের সাথে কলকাতা টো টো করে বেড়ানো। আর এইটা ২০১৩ অব্দি সুষ্ঠু ভাবে হয়েছিল। এমনও হয়েছে, টানা ১৫ ঘন্টা হেঁটেছিলাম। হ্যাঁ , ২০১০ এ। আর এই গ্রুপ এ কয়েকজন ছিল, যাঁরা প্রতি বছর কোনো না কোনো ভাবে সময় বের করতই। প্রতি বছর, আমাদের গ্যাং বাড়তেই থাকতো। সারা রাত ধরে ঠাকুর দেখা, এখানে ওখানে খাওয়া , ভেঁপু বাজানো, মাঝে মাঝে এখানে ওখানে বসে বসে দম নেয়া এগুলো ছিল বাঁধাধরা কড়চা। বাকি নবমীর দিনটা ঘুরতাম মা, পাপা কে নিয়ে। সেই ছোট্টবেলার মধ্য কলকাতা। মাঝে কালিকার চপ, ফিশ কাটলেট আর ফিশ ফিঙ্গার। আর ফেরার পথে রেস্তোরাঁতে ডিনার। দশমীতেও কিন্তু ঠাকুর দেখা বাদ রাখতাম না। কারণ তখন থেকেই বড় বড় প্যান্ডেলে দশমীতে ঠাকুর ভাসান দেয়ার রীতি মুছে যাচ্ছিলো প্রায়।
কলকাতার ঠাকুর দেখার হিড়িক অন্য লেবেলের। কোনো কথা হবে না বস।
Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy
No comments:
Post a Comment
Thanks for reading the post and if you like it then don't forget to fill a comment and send that to me .