Monday 10 October 2016

রং বদলানো পুজো - পঞ্চম অংশ - প্রবাসে পুজো



 ।। শুভ বিজয়া দশমী ।।


ভেবেছিলাম আগের পোস্টটাই শেষ ছিল। সেই বিচার বিবেচনা নিয়ে ওটাতে উল্লেখ করেওছিলাম যে রং বদলানো পুজো সংখ্যাটার সমাপ্তি হয়েছে । কিন্তু সেটা হলো না। কারণ ইচ্ছে হলো শেষটা বিজয়া দশমীর দিনই করি। আমি এখন মুম্বাইতে বসেই এই পোস্টটা লিখছি। মুম্বাই আসা অব্দিও ভাবিনি এতটা আনন্দ পাবো। কলকাতার বাইরে দূর্গা পূজার জাঁকজমক কেমন তার ব্যাপারে বিন্দুমাত্র আইডিয়া ছিলোনা। কিন্তু বাস্তবে আমার সেই ধারণা ভাঙলো। মুম্বাইতে এতো দূর্গা পুজো হয় জানতাম না। আর তাও এত নিষ্ঠা মেনে হয়, সেটাও জানতাম না। অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু রাজাকে আমাকে মুম্বাইতে নিমন্ত্রণ করার জন্য। কলকাতা না যেতে পাড়ার দুঃখকে এই ভাবে কাটিয়ে উঠতে পারবো, ভাবিনি।




কলকাতার থিম পুজো অবশ্যই প্রবাসকে প্রভাবিত করেনি এখনো, কিন্তু পুজোর কিছু বিশিষ্ট জিনিস কে সামনে থেকে দেখতে পেয়ে মন  সিরিয়াসলি খুশি। তার মধ্যে প্রথম হলো, ঠাকুর দেখা (প্যান্ডেল হপিং ) তারপর প্রতিদিন ভোগপ্রাপ্তি (খিচুড়ি , বেগুনি, পাঁচমিশেলি চচ্চড়ি , পায়েস, রসগোল্লা ), ২ ঘন্টা ব্যাপী ধুনুচি নাচ দেখা, উত্তাল পেটপুজো (ফিশ ফ্রাই , ফিশ ফিঙ্গার, ফুচকা, বিরিয়ানি ,রোল আর বাকি যত জাঙ্ক ফুড দিয়ে ), পুজোর সাজ দেখা আর বিশেষভাবে চারিপাশ থেকে বাংলা কথা শোনা। মনটা জাস্ট উঃ লা লা হয়ে গেছে। তো আজ হলো দশমী। মানে পুজোর শেষ দিন। প্রতিবছরের মতন এবারও খুব বাজেই লাগছে। কিন্তু যাই হোক একটা ব্যাপার ভেবেও ভালো লাগছে যে, পুজোর রং বদলালেও মা দূর্গা মনঃক্ষুন্ন করেননা কখনো। পুজো অন্যরকম কাটলেও , বেশ কাটলো। আশা করি, প্রত্যেকের পুজো ভালো কেটেছে। সবাইকে শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ ফাইনালি এই সংখ্যাটাতে ফুলস্টপ দিলাম।





 বিঃ দ্রঃ এরকম বদল কিন্তু বেশ ভালো 

Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

No comments:

Post a Comment

Thanks for reading the post and if you like it then don't forget to fill a comment and send that to me .