Monday 30 January 2017

ঘরে ফেরার গান।

অনেক মাস পর বাড়ি ফিরলে, কেমন যেন একটা মানসিক উদ্বেগ কাজ করে। আমার সাত মাস পর ঘরে ফেরা হলো। আসার আগের দিন থেকে ঘুম ছিল না চোখে, মন টা উড়ু উড়ু ছিল। মাথায় শুধু কিছু জিনিস ঘুরছিলো। মা পাপার মুখ, বাড়ির খাবার, লেপের তলা , বাংলা হরফ, স্টেশনের পাশের ফুচকা, হাই স্কুলের আলুকাবলি, আমার ঘরের বিছানার উপর সকালের পড়ন্ত রোদটা, জানালার গ্রীল দিয়ে দেখা সবুজ বাড়িটা, অটো করে বেলঘরিয়া যাওয়াটা, বেলঘরিয়া স্টেশন আর গলির রাস্তা যেটা আমার নাচের স্কুলে মেশে, এটা ওটা সেটা অনেককিছু। আর আসার পর ক্ষনিকের জন্য অপেক্ষা না করে সব জিনিস গুলোকে প্রাণ ভরে মেখে নিয়েছি। এখন আমার "ঘর" পর্যায়ের অন্তিম ক্ষণ। আর কিছু দিন আছি আর ভাবছি ফিরে যাওয়ার পর কি কি মনে পড়বে। হয়তো মনে পড়বে, গঙ্গাঘাট টার কথা আর তার সাথে সেই বুঁদবুঁদগুলোকে যেগুলো গঙ্গা জল ভরার সময় দেখতে পাচ্ছিলাম আমার হাতে ধাক্কা খাচ্ছিলো , হয়তো বা মনে পড়বে পিকনিক থেকে বাস এ ফেরার পথে সামনের লরিটার পিছনে "যাত্রা শুভ হোক" আর "HORN OK PLEASE" লেখাটা, বা চলতি বাংলা অদম্য সিরিয়ালগুলোর কানে ভেসে আশা ঘ্যানঘ্যানে গানগুলো বা রিক্সার ভেঁপুর আওয়াজটা , বা মাসির বাড়ির ছাদে দাঁড়িয়ে চক্র রেলের লাইন দেখাটা বা ট্রেনের whistle নাকি শুধু মনে পড়বে মাছের বাজার আর মাছ কেনা বেচার হিড়িকগুলোকে। কি জানি।


কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায় !



Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy