Monday, 8 December 2025

শীতের রাত

নিস্তব্ধ বাতাস, ছাতিম ফুলের সুবাস,
ঘড়ির কাঁটার বিরামহীন মূর্ছনা,
এ যেন একাকিত্বের অন্ধকারে, 
উদয় হওয়া নতুন কোনো আলপনা।
ছোট্ট দুটো হাতের ছোঁয়া,
উষ্ণ মৃদু আলতো কিছু আলিঙ্গনের ভিড় 
এ যেন হৃদয়ে জমতে থাকা, রঙিন মুহূর্তের আবীর ❤️









No comments:

Post a Comment

Thanks for reading the post and if you like it then don't forget to fill a comment and send that to me .