আমার এই ছোট মন
অচেনা আনমনে
দৌড়ে বেড়ায়ে ভাবীর সন্ধানে।
হারাতে চায়েনা তবু,
হারায়ে নিজেকে বারে বারে
মরীচিকার আধাঁরে।
ভীড়ে মেশে খোশ মেজাজে
অতীতের নিশি ডাকে
নিরুত্তর স্মৃতির একটু ফাঁকে,
খেয়ালের শাখে শাখে।
*
আমার এই মন
একটু মুচকি হেসে
অতীতকে বলে ভালোবেসে ,
তুমি ছিলে আমার বর্তমান
কিন্তু এখন হয়েছ ম্লান।
ভিড়েছ কল্পনায় ,
আর ক্ষনিকের অর্থহীন মায়ায়ে।
অতীত তুমি হয়োনা বর্তমানের আলো,
কারণে কিংবা অকারণে
ভিড়েছ কল্পনায় ,
আর ক্ষনিকের অর্থহীন মায়ায়ে।
অতীত তুমি হয়োনা বর্তমানের আলো,
কারণে কিংবা অকারণে
তুমি স্মৃতিতেই আছ ভালো।
darun likhechen ............
ReplyDelete