Saturday 31 December 2016

Happy New Year 2017 ...

On 1st January, 2016 I decided to keep a note on all the upcoming good things & not any bad or negative ones and I did.. Today on the last day of the year when I see that notebook, I can find more than 40 good things happened to me .. and it is not that these all were so big incidents. Even when I found the first flower blooming on my new flower pot, I noted it, or when I received my first pen friend's letters from Malaysia, I made note or when I took my parents out to dinner, I made a note. I noted single little things which made me feel LIFE IS GOOD and it is a BLESSING to have human life... And believe me as I didn't note down any negative feelings which did hurt me most.. I don't even remember them today, neither do I want to remember...so yes 2016 was a great year indeed ... I never expect anything from life nor do I plan my future. I love the flow of life & I want to live happily ever after, twirl my mind freely, pour it with love, joy and openness and with all such activities which helps me to nourish my soul...
I wish everyone a HAPPY & PROSPEROUS NEW YEAR IN ADVANCE... 2017 should be good to all.. and yes, try noting all your little good things that will make you smile. It feels great to see them at the end of the year...






Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

Monday 26 December 2016

Dhakkad Dangal - This is what I call Women Empowerment

Well, this one was the best end of Bollywood reels of this year I can say. It is been months I have left writing review hence this is also not a movie review. Dangal was not only a movie but a educative slap to all those male chauvinists and to all those creepy women who define feminism in some utter bullshit .. Even I was unaware of Mahavir Singh Phogat & his struggle to make his daughters to shine bright like diamonds. When I first saw the trailer, I knew this was going to be a Dhakkad movie. I googled and was overwhelmed by the culture Mahavir Singh Phogat had in his mind. In spite of hailing from Haryana, a state where honor killing ratio and female foeticide ratio is higher, he had the guts and bravery in him to bring out his two daughters in wrestling. His struggle to polish up his daughters are out of imagination.While watching the movie, I was awestruck. Imagine in real how they had done this all. I hope, all the parents who think having a girl child is like a burden and marriage is the ultimate goal to complete a womanhood will get some lesson from this & at last but not the least, to those women who  yell about Feminism and demand their rights verbally or over social media but in reality love to own husbands identity, money and wealth like selfish cats, please do something useful and grow as a better version of yourself. Better yourself day by day. Feminism and Women empowerment is not only about yelling against men, it is about yelling against what you can't do and what you have to do ... 



P.S one thing I would love to say here  - apart from the topic feminism, in each and every scenes whenever I was seeing Amir Khan was living his heart out to teach his students the best, I could see two faces. One, my parents and Two, my dance teacher. It is true, no one can succeed without a proper trainer. My parents, for whom I have got all the enthusiasm to indulge myself in different activities and to live my life in my own terms without having to listen about Marriage and secondly, my dance teacher for whom in last 6 years I have learned a lot, lot and lot. Starting from Odissi to growing interest in Yoga, from gaining patience and dedication towards something and of course to never say No to anything because she made me believe, everything is possible if we want to do .. Many a times, I told I can't do this. She immediately replied, you can .. I don't know anything else. You have to and I think that helped me a lot personally too. Love and Respect for the real Mahavir Singh Phogat, Geeta & Babita Phogat, to the crew of Dangal (tremendous effort by the four girls - kudos) and My parents and My madam.




Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

Thursday 22 December 2016

Hidden treasures




How many of you had your hidden treasures in childhood ? Like some precious things you loved to keep aside at somewhere where no one could reach. May be wrapped with some cloths or paper boxes. I had loads. Few I found out last year. One of them had few small bottles of zinc sparkles & colorful paper clips. Another one tiny suitcase had barbie hair clips and her tiny heels. Some years back they were too precious to me that I had to keep them hidden from everyone & strange is that when I grew up, I completely forgot about it.But it feels great to play with those hidden the then precious elements .. Isn't it ? Check out this video from Amélie.. I wish you too had many such things.. 


Wednesday 21 December 2016

সেই সব শীতকাল।

পুজোর পর সেইভাবে বাংলায় লেখা হয়নি। বাংলাতে লেখাটা একটা টান আর অনুভূতির ব্যাপার। মাঝে মাঝে বাংলা ছাড়া কিছু লিখতে ইচ্ছে হয় না। এখন আবার আমার সেই সময় যাচ্ছে। কারণ, এখন শীতকাল।

শীতকাল কখনোই আমার পছন্দের ছিল না। শীতকাল আসলে কেমন একটা জড়তা ধরে ফেলতো আমাকে, আর আমার মনে হতো আমি খোলামেলা ভাবে বাঁচছিনা। ডানাগুলো গুটিয়ে রাখার মতন।  আমি গরমপ্রেয়সী। কিন্তু, কলকাতার শীতকালটাকে খুব মনে পড়ছে। ব্যাঙ্গালোরে শীত পড়েনা বললে ভুল হবে। এখানে চিরবসন্ত। কিন্তু লেপ গায়ে দিয়ে জুবুথুবু হয়ে থাকার শীত পড়েনা এখানে।

মা'র বক্স খাট  নাড়া চাড়ার সাথে লেপ বা বালাপোশ বেরোনোর গন্ধ আর স্কুলের সবুজ সোয়েটার টার কথা খুব মনে পড়ছে। বিছানাতে লেপ তোষকের পাহাড়ে খেলা করা, ছাদের রোদ্দুরে মাদুর নিয়ে এলিয়ে থাকা, পড়াশুনো করা, মাঝে মাঝে এই বাড়ী - ওই বাড়ী এর লোকেদের সাথে হঠাৎ গল্প করা, টবের চন্দ্রমল্লিকা, গাঁদা গুলো দেখা সব মানেই শীতকাল। দুপুরের গরম গরম ভাত, ডাল, মাছের ঝোলের পরে বালাপোষের ভিতর ঝপাৎ করে ঢুকে পড়া আর দুপুর বেলার আকাশবাণীতে পুরোনো দিনের বাংলা গান শুনে তন্দ্রা ছিল নেশার মতন। বিকেলে কমলালেবুর খোসা ছাড়ানোর গন্ধর সাথে সাথে ব্যাডমিন্টন খেলা আর মাথার উপরে মশার দল নিয়ে হেঁটে চলা, সঙ্গে একটু গরম চপ বা বেগুনি খাওয়া, মাথায় স্কার্ফ জড়ানো অবস্থায় কুয়াশা কাটিয়ে টিউশন থেকে ফিরে আসা সব কি ভালোই না ছিল। জানুয়ারী এর বইমেলা, নাট্যোৎসব, সাংস্কৃতিক উৎসব ,পাড়ার পিকনিক এখনো হয়তো আছে। কিন্তু আগের মতন নেই।

"শৈশবে আর ফেরা যাবে নাতো 
নেই পথ নেই হারিয়ে গেছে সে দেশ 

ফিরবো বললে ফেরা যায় নাকি 
পেরিয়েছো দেশ কাল জানো নাকি এইসময় 
এখনো সামনে পথ হাঁটা বাকি 
চাইলেও দিতে পারবেনা ফাঁকি নিশ্চয়ই " - ঘরে ফেরার গান। 


কি লিখলাম কি জানি।  বানান ভুল হলে ক্ষমা করবেন।  গুগল ব্যবহার করছি।



Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

Monday 5 December 2016

আসা যাওয়ার মাঝে - Labour of Love.


আমি খুব সাদামাটা। আর আমার চাহিদাও তাই.। ভালো থাকা, ভালো রাখা আর যেগুলো মনের কাছের সেগুলোকে খুব করে ভালোবাসা। জটিল কুটিল জিনিস আমার ধরা ছোঁয়ার বাইরে। আমি তাই করি যা আমাকে ভালো রাখে ,তাই দেখি যা আমাকে খুশি করে। অনেক দিন বাদে হলেও আজ দেখেই ফেললাম।  আর দেখে  সবশেষে আপনা হতেই একটা হালকা হাসি  বেরোলো। ভালো লাগলে যেমন অনুভব হয়, তেমন । সিনেমার নাম -  আসা যাওয়ার মাঝে  - Labour of Love, একটি নির্বাক ছায়াছবি।

Friday 28 October 2016

Rabindrik Nritya & Bishnupriya Manipuri


The first thing every other Bengali child has done in life is to act on Tagore's song, drama or any other musicals. Be it Geeti Natyas, Nrtiya Natyas or Rabindrik Solo or group dance. It is inevitable that the aura of Rabindrik Nritya is different. The dance movements are soft, lyrical and very calm to watch. I know, every other dance students would know about it but today while going through some articles on Tagore, found some interesting facts which I would love to share here.

Wednesday 26 October 2016

Indian Dance and Ballet

Dance drama & Opera - Ballet, both speak some stories via dance. In dance drama, the impact of music plays a pivotal role because music and lyrics together form the life of it whereas in Opera-Ballet use of the vocals are significant. Rabindranath Tagore was highly inspired by the beauty of Opera during his England visit and the result we have seen. We have got various Gitinatyas in Bengali history of Arts and Music. Not only the gitinatyas, but the Nritya Natyas (Dance Dramas) of Tagore also ilustrated the mixed flavor of East and West. It clearly showed his inspiration and aspiration for Opera - Ballet. Though Opera signifies its beauty via songs & Ballet via dance. both have Music in the utmost importance.


Wednesday 19 October 2016

প্রবাসে লক্ষী পুজো।





দূর্গা পুজো তো হৈ হৈ করে কাটলো। এরপর ভাবনা ছিল লক্ষী পুজো নিয়ে। লক্ষী পুজোর সাথে একটা অন্যরকম ঘরোয়া আত্মিক যোগ আছে আমার। ছোট্টবেলা থেকে মার বাম হাত হিসেবে এই লক্ষী পুজোতে আমার বিশেষ ভূমিকা থাকতো। তাই , লক্ষি পুজোর দিন পাঁচালি পড়বো না, এটা জাস্ট ভাবতে পারিনি। ভাবলাম লক্ষী পুজোটা সেরেই ফেলি। কিন্তু ওই যে ভাবলে তো হবে না ।করতেও হবে ভাবনাকে সফল। এখানে তো আর আমার পাপা নেই, যে দশকর্মার ফর্দ আর পূজা সামগ্রীর লিস্ট ধরিয়ে দিলাম ব্যাস হাতের কাছে এসে পড়বে সব ঝোটাকসে । আমি যখন নিজেই আমার এখানের ছোট্ট বাড়ির হর্তা কর্তা বিধাতা, এই পুজোর আগ্রম বাগ্রাম ও আমাকেই কিনতে হবে। এবার হলো, কান্নাডাতে দশকর্মা কেনার পালা। ঠাকুর ও। অনেক কষ্টে, কলকাতা ধাঁতের ঠাকুরের একটা ফটো জোগাড় করলাম। ধান কে Dhanya , অম্রপল্লব কে Mavena elle, দূর্বা কে Garike বলে বাকি যাবতীয় সামগ্রীও জোগাড় করেই ফেললাম (ক্রেডিট : আমার কান্নাডিগা টীম মেট এর)। পাঁচালিটা আগের দিন অনলাইন থেকে প্রিন্ট করিয়েই  নিয়েছিলাম। এবার ছিল ঠাকুর কে মিষ্টি দেওয়ার পালা। অসম্ভব লাকি মনে হয় নিজেকে, যখন ভাবি বাড়ির পাশেই "তৃপ্তি সুইট্স - বাঙালি মিষ্টান্ন ভান্ডার " নামের একটা দোকান আছে। সীতাভোগ, মিহিদানা, কালাকান্দ আর মিষ্টি দই কিনে ফেললাম আর কি।
আলপনাও আঁকলাম ছোট্ট করে। ব্রাহ্মণ পুরুত পেলাম না ঠিক ই। কিন্তু, মা এতেই সন্তুষ্ট হবেন। হবেন না বলুন ? যাই হোক. সন্ধ্যে বেলাতে পূর্ণিমার গোল চাঁদ দেখতে দেখতে যখন নিজের বানানো খিচুড়ি, আলুর দম আর বেগুন ভাজা খাচ্ছি, তখন একটা জিনিসের কথাই মনে পড়ছিলো। গুড়ের নাড়ু।  নাড়ুর গুড়কে কোন vellam এর ক্যাটাগরি তে ফেলবো সেটা জাস্ট বোঝা হয়ে উঠলো না। নইলে হয়তো ষোলো কলা পূর্ণ হতো।





Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

Monday 10 October 2016

রং বদলানো পুজো - পঞ্চম অংশ - প্রবাসে পুজো



 ।। শুভ বিজয়া দশমী ।।


ভেবেছিলাম আগের পোস্টটাই শেষ ছিল। সেই বিচার বিবেচনা নিয়ে ওটাতে উল্লেখ করেওছিলাম যে রং বদলানো পুজো সংখ্যাটার সমাপ্তি হয়েছে । কিন্তু সেটা হলো না। কারণ ইচ্ছে হলো শেষটা বিজয়া দশমীর দিনই করি। আমি এখন মুম্বাইতে বসেই এই পোস্টটা লিখছি। মুম্বাই আসা অব্দিও ভাবিনি এতটা আনন্দ পাবো। কলকাতার বাইরে দূর্গা পূজার জাঁকজমক কেমন তার ব্যাপারে বিন্দুমাত্র আইডিয়া ছিলোনা। কিন্তু বাস্তবে আমার সেই ধারণা ভাঙলো। মুম্বাইতে এতো দূর্গা পুজো হয় জানতাম না। আর তাও এত নিষ্ঠা মেনে হয়, সেটাও জানতাম না। অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু রাজাকে আমাকে মুম্বাইতে নিমন্ত্রণ করার জন্য। কলকাতা না যেতে পাড়ার দুঃখকে এই ভাবে কাটিয়ে উঠতে পারবো, ভাবিনি।


Friday 7 October 2016

রং বদলানো পুজো - চতুর্থ অংশ - এখন বড়ো হয়ে গেছি


।। শুভ মহাসপ্তমী ।।

বেশ তো গেলো ছোটবেলার পুজোগুলো। এবার হলো গিয়ে চাকুরীজীবি হিসেবে পুজো উপভোগ করার সময়। পুজোর হিড়িকে যদিও কোনো ভাঁটা পড়েনি আজ অব্দি, কিন্তু চাকুরী করলে যা হয় আর কি। দায়িত্বের বোঝাতে অজুহাত মাথা চারা দেয় না। কোলকাতাতে যতদিন চাকরি করেছি ,ততোদিনও এই চতুর্থী, পঞ্চমী,ষষ্ঠী কম্পিউটার এর সামনে বসে অফিস করার দুঃখ ,মনের আকস্মিক উদ্বেগ গুলোর বেলুনে আলপিন ফোঁটাতো বারবার । কিন্তু আমি থেমে থাকার মানুষ নই। ঠাকুর তো দেখতেই হবে।  তাই পুজোর রং বদলের একটা নতুন ধারা শুরু হলো। পঞ্চমী, ষষ্ঠী অফিস করে তারপর মা কে নিয়ে ঠাকুর দেখা। অফিস টা শেষ হওয়া মাত্রই দে ছুট। আর বাঁধাধরা শুরু হতো, দমদম পার্ক দিয়ে এবং শেষ হতো ওই শ্রীভূমি, লেকটাউন ও উল্টোডাঙ্গার সব ঠাকুর দেখে। আরো একটা নতুন জিনিসের আগমন হয়েছিল মেনু তে আর সেটা হলো , ষষ্ঠির লাঞ্চ। অফিস এর সেজেগুজে যাওয়া আর দুপুরে জমিয়ে খাওয়া। খেতে আমি প্রচন্ড ভালোবাসি আর এই সেজেগুজে পেট ভোরে ভালো মন্দ খেয়ে কাজ কে ৪ দিনের জন্য টাটা করতে যে কি মজাই হতো। তারপর তো বাকি প্ল্যান গুলো হতোই। সবার সাথে ঠাকুর দেখা, মণ্ডপে আড্ডা মারা আর শাড়ী পরে অঞ্জলি দেয়া। তারপর আমার প্রিয় বান্ধবীদের সাথে এনতার ছবি তোলা।

***

Thursday 6 October 2016

রং বদলানো পুজো - তৃতীয় অংশ - তখন সদ্য ডানা মেলতে শিখেছি




।।শুভ পঞ্চমী ।।

স্কুল শেষ করার সাথে সাথেই পুজোর রং আবার বদলে গেছিলো । কিছুটা। তার মধ্যে একটা অন্যতম  সংযোজন ছিল পশ্চিমবঙ্গের বাইরে পুজোর আগের উদ্দীপনাগুলোকে উপভোগ না করতে পারার কষ্ট। দুর্ভাগ্যবশতঃ এমন এক জায়গাতে এডমিশন নিয়েছিলাম যেখানের সংস্কৃতি আর আমার নিজের সংষ্কৃতির মধ্যে বিন্দু মাত্র মিল ছিল না। কারণ অষ্টমীর দিন সরস্বতী পুজো হতো সেখানে। মনে আছে ২০০৭ এ আমি সপ্তমী, অষ্টমী ও নবমীতে  সেকেন্ড ইয়ারের সেমেস্টার লিখতে যাই , তাও আবার নতুন জামা পরে। কেঁদে কেটে চোখের জল ভাসিয়ে। সেই অনুভূতি চরম বেদনাদায়ক ছিল বটে। কিন্তু ভগবানের কৃতার্থে, কলেজে পড়াকালীন আর আমাকে এই দূর্গা পুজো কে দূরে সরিয়ে রাখতে হয়নি। পুজোর আগের শরৎ কাল আর পুজো আসছে এই ব্যাপারটাকে মনে পড়তো ঠিকই , কিন্তু দীর্ঘ লাইনের পর দাঁড়িয়ে তৎকালে চেন্নাই-হাওড়া, করমণ্ডল বা এগমোর এক্সপ্রেসের টিকিট পেয়ে গেলে যেই আনন্দের চরম পর্যায়ে পৌঁছতাম, সেটা অনবদ্য। আবার এমনও হয়েছে, প্লাটফর্ম এ জানতে পেরেছি ওয়েটিং লিস্ট ৭০ থেকে সোজা টিকিট কনফারমড। এই কিছু কিছু নতুন উত্তেজনা নতুন করে যোগ হয়েছিল। বলা যেতে পারে, কলকাতার পুজো কি জিনিস তখন হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। যাই হোক সেই কথা।



Wednesday 5 October 2016

রং বদলানো পুজো - দ্বিতীয় অংশ - তখন একটু বড়



।। শুভ চতুর্থী ।।


যাই হোক। কালকের লেখাটার পরে আজ তাহলে লিখি পুজোর প্রথম বদলের প্রসঙ্গে। ছোট্টবেলার পুজো টা একইরকম কেটেছিল এই ক্লাস থ্রী - ফোর অব্দি। মানে যেটার ব্যাপারে কাল লিখলাম আরকি। তারপর একটা বদল এসেছিলো আর সেটা চলেছিল পুরো স্কুল পড়াকালীন অব্দি। বদলটার একটা অন্যতম কারণ ছিল আমাদের ঠিকানার পরিবর্তন। হ্যাঁ, দুঃখের ঘটনা ছিল বটে কারণ, প্যান্ডেলের চূড়া দেখাটা বন্ধ হয় গেছিলো আমার আর দিদিভাই এর। কিন্তু এই নতুন পুজোর গন্ধ টাও বেশ মজার ছিল। তখন একটা নতুন সংযোজন হয়েছিল এই আসন্ন পুজোর গন্ধে। আমাদের দুই বোনকে নিউ মার্কেট নিয়ে গিয়ে পছন্দ মতন পুজোর জামা কিনে দেয়ার নতুন রীতি , আর সেটা সেই যে শুরু হয়েছিল আর থামেনি। ছোট্টবেলাতে মা নিয়ে আসতো , আমরা শুধু প্যাকেট খুলতাম। এবার দোকানে গিয়ে এটা ওটা চাই বলার একটা সুন্দর সুযোগ করে দিয়েছিলো মা, পাপা।  তা, এই পুজো আসার এক দেড় মাস আগে থেকে যখন শুনতাম কোনো ছুটির দিন মা, পাপা প্ল্যান করছে পুজোর জামা কেনার, ব্যাস মন খুশ। মানে পুজোআসছে ।


****

Tuesday 4 October 2016

রং বদলানো পুজো - প্রথম অংশ - তখন একদম ছোট্ট



।। শুভ তৃতীয়া ।।

কিভাবে শুরু করবো ঠিক বুঝে উঠতে পারছিনা। পড়তে পড়তে আবার এরকম না মনে হয় খুব একটা ঘ্যানঘ্যানে পোস্ট। বা এরকম না মনে হয়, যে এতো গতকালের অর্পিতা পালের লেখা থেকে ঝাপা। সত্যি বলতে অনেক দিন ধরেই মনে হচ্ছিলো এরকম একটা কিছু লিখবো , হয়ে উঠছিলো না জাস্ট।  কাল অর্পিতা পালের আনন্দবাজারের লেখাটা পরে বেশ নাড়াচাড়া পড়লো। মনে হলো নাহ লিখেই ফেলি। মনে হলো, ঠিকই তো পুজোর রং তো বদলায় বছরের পর বছর। ছোটবেলার পুজোর সংজ্ঞা এখনের পুজোর সংজ্ঞার থেকে সম্পূর্ণ আলাদা ছিল। দিনের পর দিন সব বদলেছে। তাই ভাবলাম , একটু একটু করে আমার নিজের কিছু স্মৃতি যদি এখানে লিখতে পারি ব্যাপারটা মন্দ হয়না ।সত্যি বলতে, এই যে ব্যাপারগুলো ভাবছি তাতেও যেন আনন্দ হচ্ছে।তাহলে আবার কি ? পড়ুন। হয়তো আমার নিজস্ব কিছু স্মৃতির সাথে আপনারাও নিজের স্মৃতিও খুঁজে পাবেন।

 আমার প্রথম পুজো তো অবশ্যই মনে নেই।কিন্তু এই ক্লাস ওয়ান বা ক্লাস টু এর পুজো গুলো মনে পরে।তখন আমরা থাকতাম অন্য একটা পাড়াতে।সেই স্মৃতি গুলোর স্বাদটা আলাদা আর অবশ্যই আর ফিরে আসেনি। মনে আছে, পুজোর আগের এক মাস থেকে মার  মধ্যে একটা তোলপাড় দেখতে পারতাম। ঘর পরিষ্কার করার তাগিদ ।নতুন জামা কেনার তাগিদ। গিফট কেনার তাগিদ। নতুন সারিতে ফল লাগানোর তাগিদ। স্কুলের অর্ধ বাৎসরিক পরীক্ষার খাতা দেখার তাগিদ। সব রকমের তাগিদ। তারপর আসতো মহালয়া। ছোটবেলাতে সত্যি রেডিও তে কোনো ইন্টারেস্ট ছিল না।জানতাম ও না বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র কে ? কিন্তু দূরদর্শনে সংযুক্তা ব্যানার্জী কে মা দূর্গা রূপে দেখতে খুব ভালো লাগতো। ভাবতাম দূর্গা ঠাকুরকে মনে হয় এরকমই দেখতে। পুজোর ছুটি, পুজোর হোমটাস্ক, নতুন জামা, নতুন জুতো, নতুন ক্যাপ ফাটানোর বন্দুক আর টিভিতে ছুটি ছুটি এর বিজ্ঞাপন মিলিয়ে একটা অন্যরকম আনন্দ হতো ।

Tuesday 27 September 2016

হে স্বপ্রকাশ ব্রহ্ম

Let my words be instituted on my mind and my mind over my words Oh revealing Bramha , please be visible to me. Oh my words and mind, please be victorious to ignite Veda into me Let the perceptible leave me never I shall devote my day and night to these lessons thereby. I will speak the truth mentally, will speak the truth verbally. Let Bramha save me, let Bramha save Acharya Liberate me, Liberate Acharya. Liberate Acharya Let it be peace, Let it be peace, Let it be peace


আমার বাক্য মনে প্রতিষ্ঠিত হউক , আমার মন বাক্যে প্রতিষ্ঠিত হউক /
হে স্বপ্রকাশ ব্রহ্ম, আমার নিকট প্রকাশিত হও / (হে বাক্য  ও মন , তোমরা )
আমার নিকট বেদার্থের আনয়নে সমর্থ হও / শ্রুত  বিষয় যেন আমাকে ত্যাগ 
না করে / এই অধ্যয়নের  দ্বারা আমি দিবারাত্র সংযোজিত করিব / আমি 
মানসিক সত্য বলিব , বাচনিক সত্য বলিব / ব্রহ্ম  আমায়  রক্ষা করুন, ব্রহ্ম 
আচার্যকে রক্ষা করুন ; আমায় রক্ষা করুন , আচার্যকে রক্ষা করুন ;
আচার্যকে রক্ষা করুন / শান্তি হউক , শান্তি হউক , শান্তি হউক /


Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

যদি পারতাম ||


কখনো কখনো মনে হয় অনেক বছর পরে জন্মগ্রহণ করেছি। কিছু এমন ব্যক্তিত্ব কে দেখতে মাঝে মাঝে এতো ইচ্ছা হয়, ইসমিশ করে ওঠে মনটা। এমন ব্যক্তিত্ব যাঁরা আমাকে প্রতি মুহূর্তে কিছু না কিছু বিষয়ে অনুপ্রাণিত করে তোলে। এই ধরুন , শান্তিনিকেতনে যদি দেখতে পারতাম কবিগুরু কে পাঠরত অবস্থাতে বা যদি দেখতে পারতাম উনি বিকেলে কি করতেন। যদি দেখতে পারতাম ওনার নিত্যনৈমিত্যিক কর্মধারা। আচ্ছা , এতো কাছে থেকে না হলেও, যদি ওই সময় বিশ্বভারতীর ছাত্রী হিসেবে সংগীত বা নৃত্য চর্চা করতাম আর মাঝে মাঝে দেখতাম রবি ঠাকুর কে গান গাইতে বা কোনো ভাষ্যপাঠ করতে।কি ভালোই না হতো। 

Thursday 22 September 2016

মনে পুজো পুজো ভাব, কিন্তু এখানে শরতের অভাব

আজ  ৯ বছর পর পুজোতে কলকাতা থেকে দূরে থাকবো। সেই ২০০৭, আর এখন ২০১৬। মনকে এবং মাথাকে তো মানিয়ে নিয়েছিলাম ই  যে এইবছর পুজোতে কলকাতাতে নয় আর বেশ শক্ত পোক্ত ও ছিলাম বটে। হঠাৎ যে কি হচ্ছে  ঠিক বুঝতে পারছিনা। কেমন একটা অসম্পূর্ণতা  মনে চারা দিচ্ছে। আর ব্যাপারটা খুবই আকস্মিক। আমি এটাও জানি যে এই অসম্পূর্ণতা পুজোর ওই কয়েক দিন গেলেও মিটতো না  কারণ পুজো মানে তো শুধু পুজোর ওই কয়েকটা দিন না। 'পুজো আসছে 'এই যে ব্যাপারটা তো আরো বেশি মজার তাই না ? সেই আনন্দ টা যেন অমূল্য। আর দুঃখবশত , পশ্চিমবঙ্গের  বাইরে শরৎকথাই বলে না প্রায়। কেমন যেন নির্বাক। বাতাসে কোনো পুজোর গন্ধ নেই। কাশ ফুল ,কিচ্ছু নেই । তাই রীতিমতন আমি বিরক্ত। মনে পড়ছে শুধু  ...........

Friday 16 September 2016

Feminism is about Growing within .. as a Better Human

It is often mistaken by many of us to understand the words Feminism, Independence and also Women empowerment. & since these talks are making much noise, the term Faminazi came in. Now, what is Feminism? What is independence? What is women empowerment? For me the answers are very simple. But before writing in detail, I must say why am I up to writing on it all of a sudden. Because on social media for quite a long time I have been seeing various posts on FEMINISM and so called women empowerment which utterly mock the real substance. Well let's come to equality, mmm yes we seek equality. Indeed we need equality to break all the social norms which have been suppressing underprivileged woman kind for long time. We need equality to stop facing sexual harassment.  But it is very depriving to see privileged women asking for equality & then on the other hand seeking the privileges as of the right for weaker sex. Then how is equality coming into the scene when we women are the first to dominate ourselves and we are ready to accept non-verbally that we are weaker sex and Men need to satisfy few agendas because "cut the crap" we are weak, financially and of course mentally. And this is not the end. There comes another very strong term "Independent". "I am working lady and thus I am independent". Crap !! seriously ?? Then why do most of us become dependent on our partner after marriage (again stating. Not only financially. but .. in all respective ) ? Why do women treat their husbands like their guardian or expect parenting ? Aren't we giving the opportunities to all Men to blame us ? When two people decide to move in together, it is both their duties to solve each problems with mutual discussion, Come on we are responsible and mature enough  to take burdens..

Now let me clarify one more thing, Feminism & Women empowerment never meant to hate the opposite sex. Equality never meant of defaming Men. Neither did it mean for a man to dominate a woman and exclude her from all the civil & emotional right to grow. Even a man can be a true feminist. Feminism according to me is to grow. grow & grow as individual and let the other one grow. Feminism for me is to see a man helping his partner, sister or daughter to become independent. Feminism for me is not to kill girl child before birth. Feminism for me is to see a would be mother expecting a girl child without having fear of upcoming obstacles. Feminism for me is to see a girl saying to her own "Yes, why can't I do this ? I am capable enough to have my own jobs done and I am not bothered to ask help for silly things to anyone xyz". . Feminism for me is to be independent so that if any odd comes too, we can be strong enough to cry on our shoulder rather than expecting someone else's. Feminism for me is to have the ability to do all the work by own. Be it household or something related to outer world. And yes this implies for every other human.  Feminism is about being our own guardian. I think that is how a true feminist and independent woman sound like. So I request every other woman out their to avoid using such misconception & erase the term FAMINAZI. Please do realize, you are not paralyzed or you were not born to hold some support to grow. You have got the strength that is why God has blessed you to be mother, to start a new life. Be yourself. Love yourself. Grow within. Be a better human being.

And also, to all dear Men, we women love you all. We know even you love us too. Mankind started with both of us. Either or game will never work. Respect each other. Stop fighting everyone and Start living. ♥ ♥ ♥


Lastly, I would love to mention a couple who have given me the real example of true feminism. They are my parents. I am glad to be born at their home. My mother was working but she never ever stepped out of her duty of being a wife and a mother. I have always heard her saying "be self sufficient, so that wherever you go, you don't fear or you don't think of stepping back. You know you can". My father, well I don't know whether in my life I will ever get to see such man or not. An independent personality who managed his fatherhood at his best and also became mother for both of our sisters many a times when my mother was at her work. I have seen both of them cooking together and doing all household work together on Sundays. I have seen them taking financial and other family responsibilities together with same amount of burdens on each. I have never seen both of them interfering in each other's matter. I have never seen my father to stop my mother from growing. I have seen my father to encourage his two daughters like anything. I have never seen them asking us for getting married. I just never faced this. and True, this is actually feminism. It is all about living a life while sharing everything equally and I am blessed to have such parents and feel thankful for becoming whomever(very little though) I am.


Please ignore any typos ...



Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

Wednesday 7 September 2016

Glimpses of MUMBAI ....

Being a typical Bollywood fanatic, it was a shame for me to have never visited Mumbai in my life. I remember of copying Lavani since the time of The Great Maratha teleseries that used to come in DD national when I was really small and of course the Ganapati craze of Mumbai. Come on !! I grew up watching Indian actors dancing on Ganapati Bappa Morya songs. So when I got holiday for Ganesh Chaturthi how could I miss it this time ? Thankfully Bangalore is not far from Mumbai like Kolkata. That's how I love to utilize dates and roam around the corners. Hola !! I made it to Mumbai. Yes. (wink *__^). Over that I have seen many of my school friends to have deep love for the city and yes I found it why this time. In one short word , I can say that the city is FLAMBOYANT.



......


Hailing from Kolkata has one unique advantage. Kolkatans love to have life in everything. We love everything which is much alive and crazy. We love places where every person is part of the mass, the crowd. We love places where people are not self centered and not least bothered about anything else happening in around. Luckily I found even Mumbai has that mind tickling phenomenon. Even like Kolkata the city is careless and not neatly maintained everywhere and lastly yes the local trains. ha ha !!!  Loved it. 


......


I had really less time to explore the city to the fullest but still did as much as possible. After almost a year I  walked through seashore and heard the waves. That was exciting after too many mountain trips. I was eager to walk through some old streets or lanes and when I did, I loved it. The old fashioned christian homes around Bandra were finest. Riding local trains of Mumbai was equally exciting for me. We all know that Kolkata and Mumbai are the only cities to have massive crowd around the local train platforms. As I was a part of Kolkata local trains once upon a time, had urge to ride Mumbai local trains too & yippy I did that.

Ganesh Puja Pandal hopping may not be as much like Kolkata during Durga Puja but the streets covered with lights and the sounds, the beats of course welcome the festival like Grand Occasion with million souls and emotional hearts. It was really awesome to see Bappa everywhere. Loved Zingat and other Sairat songs being played everywhere too. (^__*)



The most healing part was to sit and listen the waves at night in Marine Drive. To feel the wind and to watch the starry city was truly infinite and splendid. "
As if the Starlights have come down here and the waves are breaking the silence with splashes of air ... Spectacularly beautiful". & truly it was the best part for me in Mumbai.


There may be thousand reasons for a Mumbaikar to state why they love their city most but for me I would love to say that, the city has LIFE in it. The energy of people that I miss a lot for being far from Kolkata  may be the reason why I loved spending three days in Mumbai. 


Mumbai - yes the city never sleeps indeed !! ... 


Check out some memories here.





Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

Sunday 28 August 2016

Hampi - where the stones speak the unseen history of the Royal Empire

I am still excited to see that I am going to write about Hampi in my blog. It was 2013 when I first read about Hampi in Yahoo blogs and went crazy to visit it. I had no clue of making any plans in near future though. But then in the last year when channel Epic stated many untold facts about Hampi's Vittala Temple and its architecture in Sanranchna, I knew I had to visit Hampi in someday. The concept of the Musical Pillars that produces different sounds of Indian Classical Instruments was the most appealing phenomenon for me and this was the top reason I decided to visit Hampi. Finally, before two weeks my wish came true and I sipped the full essence of Vijayanagara.

Let me come to a bit of historical chapters. Vijayanagar was the capital of Vijayanagara Empire of South India. It is believed that during 1500, Vijayanagar had 500,000 inhabitants and it made it the second largest city in the world after Beijing. Another important and very promising fact is that Vijayanagara was known as Kishkindhya formerly. Yes, the same Kishkindhya we have read about in Ramayana. The day before my trip, I got to know this and I was thrilled to the utmost. 

If you are in Bangalore, you can catch a train from Bangalore to Hospet. It is 9 hrs overnight journey. From Hospet you can hire auto and can reach Hampi within 25-30  mins around. Vijayanagar is nowhere a city to be like. Somewhere all of a sudden some ancient, the then royal gates may welcome you and may remind you that you are visiting a ruined grand city. Kamalapur is the nearest village where you can stay and hire vehicle to explore Hampi and the temples. We stayed in KSTDC hotels and they were awesome. 

We had two days in our hands to cover up Hampi and I must say if you plan well, two days are enough to explore Hampi. First day, we checked in to the most famous places like Vitthala Temple, Virupaksha Temple, Queen's bath, Lotus Temple, Elephant's stable, Pushkarini, Sunset point (Hemakuta hill) and other must visited places.


Check the photos...


Vittala Temple Entrance 
The entrance welcomes Men, Women and Children

Vittala Temple Complex



Kalyanam Mandapam 




Narasimha, Hiranyakashipu and Prahlad

Matsya



Musical Pillars

Kannada Scripts imprinted on the stones..

The iconic Chariot

us ... ♥


Old Shopping Complex

Ruins ♥

Raja & Indrani 

Posing at Queen's Bath



Please don't miss having cuisines in these huts ;) Eat, Relax and sleep ♥

Virupaksha Temple

Refection .. 

Elephant's Blessings

Add caption



 
View from Hemakuta Hill


On the next day we headed towards the Anjaneya Hills, that comes under the other bank of Tungabhadra river i.e the opposite of Hampi. From top of the Anjaneya hill, you can spot the Vitthala Temple easily. It is to be said that Shri Hanuman was born in this hill and right at the place where Vitthala Temple is situated, Sugriva and Hanuman ji met for the first time and befriended each other. So if you are mythology fanatic, you are going to get excited enough. From Anjanaya Hill, you can spot the panoramic view of the entire Hampi. Just have goggles, sit, feel the wind and sooth your eyes with the rusty nature of Hampi.

While getting up at the Anjaneya Hill

View of Vittala Temple from Anjanaya Hill

Top of Anjanaya Hill


Kishkindhya RajNagari


After exploring Hampi, we headed towards Virupappuragaddi. Virupappuragaddi is hippieland of Hampi. You can spot hippies every now and then. There is nothing as such to see as a structure or history. But I must say if you are not going to Sanapur Lake, you are going to miss a major in Hampi. We were damn lucky to be there. I was willing to have raindrops falling over my face and luckily it started. The wind was chilled, the raindrops were big enough to make you smile. Falling drops over the lake made it look so lively and most importantly no one was there to disturb. It was complete silence except the whistles of wind. We spotted few guys to dive in lake one by one and then we played "Byangbaji" or Pebble skipping game for a long time. It was real fun. The sun was gone and we had to come back. 


Ready for the ride .. 




Loved the shot .. 

Then the weather changed... 

Calm, Serene & windy image 


P.S Ignore my typos if you found any... 

Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy