Monday 11 March 2019

রামধনু

রূপকথা রূপকথাতেই ভালো 
যেমন দিগন্তে  ভেসে ওঠা গোধূলির আলো , 
বইয়ের পাতায়, হালকা হাওয়ায় 
মনের কোনে বাসা বাঁধা রামধনুর রং-ও   
ক্ষনিকের পরে  আকাশে মিলিয়ে যায় 
বৃষ্টির জলের দমকা হাওয়ায়  ।।
একটুকু স্থির নিঃশ্বাস ,
পিঞ্জরের কোনো এক কোনায়ে সুপ্ত বাস 

খেয়াল খুশীর হিসেব নিকেশ,
দমকা প্রেমের  এক চিলতে রেশ  
।।


















Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy