Wednesday, 27 September 2017

নিস্তব্ধ প্রলয়






পোস্টার : সমরেশ মজুমদারের সাতকাহন 










লিখেছিলাম বন্ধু তোমায় , 
মনের গভীর সংশয় !
তুমি বলেছিলে , সব ঠিক হয়ে যাবে। 
বলেছিলাম বন্ধু তোমায় ,
আমার মনের নিস্তব্ধ  প্রলয় !
তুমি বলেছিলে, সব দেখে নেওয়া যাবে। 
সময় গড়িয়ে যায় , মুহূর্ত  হয় শেষ ,
হাসি কান্নার চোরাবালিতে পরিস্থিতি 
চাপা পড়ে যায় ঠিকই ..
হৃদয়ে থেকে যায় রেশ। 
চাওয়া না পাওয়ার মূক অভিমানে 
সীমারেখা চলে বেড়ে ,
সাতকাহনের একটি কাহন 
হারিয়ে যায় মানুষের ভীড়ে।।







Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

No comments:

Post a Comment

Thanks for reading the post and if you like it then don't forget to fill a comment and send that to me .