Friday 29 September 2017

সরগমের খোঁজে,

অনেকবছর পর যখন ফুল ফুটছিল ,
ভেবেছিলাম এটাই আসল বসন্ত 
অলীক  ভাবনার মেঘে গা ভাসিয়েছিলাম আমি 

সত্যি বলতে হারানো একটা সুর খুঁজে পেয়েছিলাম আমি 
মনে হচ্ছিলো হ্যাঁ এটাই সঠিক সরগম 
কিন্তু সময় পাষাণসম , খুব নির্মম 
ফোটা ফুলটাও ঝরে যায়  বারে  বারে 
ফুল সুন্দর থাকে না,
মেঘ উড়ে যায়, চলে আসে প্রখর রৌদ্র 
গা জ্বলতে থাকে , কষ্ট হয় 
অবিশ্বাস্য ও  সত্যি  হতে থাকে 
ভেঙে যায় আদরের আস্তানা 
 বৃষ্টি  পড়তে  থাকে অঝোরে 
বৃষ্টি আর থামে না।।





Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

No comments:

Post a Comment

Thanks for reading the post and if you like it then don't forget to fill a comment and send that to me .