দেখেও দেখোনা হায় ,
ওযে ভীষণ ই বিপর্যয় ।।
চোখের উপরে পর্দা মোড়া ,
বিশ্বাসের মালা সরিয়ে তবুও -
দেখেও দেখোনা হায় ,
ওযে ভীষণ ই বিপর্যয় ।।
দম্ভের জোরে যখন জীর্ণ হয় সাদামাটা প্রাণ
তখনও তুমি দেখতে পারোনা প্রকাশ্য অপমান ,
দেখেও দেখোনা হয়,
এযে সত্যি বিপর্যয়
বলি এক খাঁটি কথা ,যদি বুঝতে রাজী হও ,
চোখের উপর হতে অন্ধ পর্দা খুব শিগগির সরাও
পক্ষে-বিপক্ষের দাঁড়িপাল্লা থেকে পারো যদি নিজেকে সরাতে ,
তোমার উচিত বুদ্ধির জোরে তুমিই পারবে তোমাকে বোঝাতে
Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy
No comments:
Post a Comment
Thanks for reading the post and if you like it then don't forget to fill a comment and send that to me .