স্বপ্ন তো সবাই দেখি। না এটা জীবনের স্বপ্ন না। মানে রাতে ঘুমোনোর পরে যেই স্বপ্ন দেখি , সেই স্বপ্ন।
বেশির ভাগ সময় স্বপ্নের মাথা মুন্ডু থাকে না। কি দেখতে কি দেখি, শুরু, শেষ কিছুই মনে পরে না ঘুম থেকে ওঠার পর। কিন্তু আমার ক্ষেত্রে মাঝে সাঝে এমন কিছু স্বপ্নের সাক্ষাৎ ঘটে যেগুলো পুরোপুরি ছায়াছবির মতন লম্বা আবার বেশ ক্রিটিক্যাল , মানে প্লট আছে। আবার সেই স্বপ্নগুলো এতটাই মনে রেখাপাত করে যে পরের দিন মনেও থাকে। কাল এমনি একটা দিন ছিল। থুড়ি , রাত ছিল।
Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy