Monday, 30 September 2019

ভারতে অলিম্পিক

এই লেখাটা লিখেছিলাম আজ থেকে সাড়ে পাঁচ বছর আগেই, জানুয়ারি ২০১৪ সাল। লিখেছিলাম কোনো সংবাদ পত্রের  লেখনী প্রতিযোগিতার জন্য, আদৌ চিঠি পৌঁছেছিল কিনা আমি জানি না আর যদি পৌঁছে গিয়েও থাকে, তাহলেও হয়তো খবরের পাতায় প্রকাশ পাওয়ার যোগ্যতা অর্জন করেনি।  তাই এই লেখা গুলো 'অপ্রকাশিত' রয়ে গেছে।  এরকম অনেক গল্প বা লেখনী আছে যা আমি এই 'অপ্রকাশিতসংকলনে যোগ করতে চলেছি। আজকের দ্বিতীয় লেখা যেটা আমি যোগ করছি সেটা একটা সূত্রের উপর ভিত্তি করে লেখা।  বিভাগ - সংবাদ প্রতিবেদন। 

wikipedia 



গল্পের বিভাগ : সংবাদ প্রতিবেদন 

গল্পের সুত্র : "নিজস্ব প্রতিবেদন, নয়াদিল্লী ,২৮শে অগস্ট : ভারতের মাটিতে প্রথম অলিম্পিক গেমস শুরু হলো আজ নয়াদিল্লীতে। সকাল থেকেই রাজধানী সেজে উঠেছিল বিকেলের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য..... "


নিজস্ব প্রতিবেদন, নয়াদিল্লী ,২৮শে অগস্ট : ভারতের মাটিতে প্রথম অলিম্পিক গেমস শুরু হলো আজ নয়াদিল্লীতে। নয়াদিল্লীর দশটি স্টেডিয়াম এ যথা জওহরলাল নেহেরু স্টেডিয়াম, এস পি এম সুইমিংপুল কমপ্লেক্স, সিরি ফোর্ট স্পোর্টস কমপ্লেক্স,তাল্কাটরা স্টেডিয়াম, আই.জি ইন্ডোর স্টেডিয়াম কমপ্লেক্স, মেজর ধ্যান চাঁদ ন্যাশনাল স্টেডিয়াম, তিয়াগরাজ স্পোর্টস কমপ্লেক্স, দিল্লী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম সহ আর.কে খান্না টেনিস কমপ্লেক্স ও যমুনা স্পোর্টস কমপ্লেক্স এ আগামী ১৫ দিন ব্যাপী অলিম্পিক গেমস এর বিভিন্ন পর্যায় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী বলেছেন "এই মূহুর্ত আমাদের সকল ভারতবাসীর জন্যই খুব আনন্দের ও গর্বের বিষয়। আমার পক্ষ থেকে সকল দেশের সকল প্রতিযোগীর জন্য রইল অদম্য শুভেচ্ছা ও আন্তরিকতা"।

অলিম্পিকের এই শুভ মূহুর্তে রাজধানী সকাল থেকেই সেজে উঠেছিল বিকেলের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য। আজ সন্ধ্যা ৭টা নাগাদ জওহরলাল নেহেরু স্টেডিয়াম এ চিত্র পরিচালক সত্যজিত রায়ের নির্দেশনায়ে উদ্বোধনী অনুষ্ঠান আরম্ভ হয। অনুষ্ঠানের শুরুতে ছিল সঙ্গীত পরিচালক আর.ডি বর্মন ও এ.আর রহমান এর যৌথ প্রয়াসে পরিচালিত অলিম্পিক থিম মিউসিক্যাল। তারপরেই দর্শিত হয় গত ২ মাস বিশ্বব্যাপী অলিম্পিক টর্চ রিলের সংক্ষিপ্ত তথ্যচিত্র। অনুষ্ঠানের দ্বিতীয় বিভাগে ছিল শাস্ত্রীয়,সুর ও বাদ্যের বন্দিশ। উপস্থিত ছিলেন দেশের নামী ওস্তাদ ও পান্দিতবর্গজন। পন্ডিত রবি শঙ্কর এবং উস্তাদ আল্লা রাখা 'পঞ্চম সে গা রা'  পরিবেশনের মাধ্যমে দর্শকদের করে তুলেছিলেন অভিভূত। পরবর্তী অনুষ্ঠান ছিল আজ সন্ধ্যার বিশেষ আকর্ষণ। বিশ্ব বিখ্যাত পপস্টার মাইকেল জ্যাকসন এর ভারতে সর্বপ্রথম লাইভ পরিবেশন। জ্যাকসন এর অনুরোধে তাঁর সাথে পা মেলালেন ভারতের এম.জে প্রভু দেবাও। ভারতের মাটিতে প্রথম এসে খুবই উৎফুল্ল এম.জে। তাছাড়াও উপস্থিত ছিলেন বলিউড এর বিভিন্ন তারকারা। মাইকেল জ্যাকসন এর দুর্ধর্ষ পরিবেশনের পরে ছিল নৃত্য ও সংস্কৃতির আলোকবর্ষা। শাস্ত্রীয় নৃত্য ও সবকটি রাজ্যের লোকনৃত্যের তালে তালে অলিম্পিক প্রতিযোগীদের বরণ করা হয় পুষ্পঝর্না দিয়ে। শেষ মূহুর্তে লতা মঙ্গেশকার, আশা ভোঁসলে, মান্না দে ও কিশোর কুমারের কন্ঠে ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। সাথে সাথে নেহেরু স্টেডিয়াম এর আকাশ হয়ে ওঠে আলোকময়। জ্বলে ওঠে অলিম্পিকের প্ঞ্চবৃত্ত এবং ভারতের রাষ্ট্রপতি কার্যতভাবে ঘোষনা করেন অলিম্পিকের প্রারম্ভিক সূচনা।



Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

পুজো মানে - আগমনীর সুর

মহালয়া ছিল পরশু দিন। আমার আর কিছু লেখা হয় ওঠে নি। আজ দ্বিতীয়া। মহালয়া মানে দেবীপক্ষের শুরু বা পিতৃপক্ষের অবসান, এই সব আমি লিখবো না আর। বড্ডো একঘেয়ে হয় গেছে কথাগুলো। ঘুম থেকে উঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী অথবা ছোটবেলার দুর্গারূপি সংযুক্ত ব্যানার্জীর মায়াবি পরিবেশন এই সমস্ত সবার স্মৃতিতে জীবন্ত। তাই সেই সব নিয়ে আর কিছু লিখবো না।



আচ্ছা আপনাদের কখনো মনে হয়েছে, এই মহালয়ার দিনে চক্ষুদান করেন যেই সমস্ত শিল্পী, তাঁদের কি অসীম একাগ্রতা, এই চূড়ান্ত ভিড়ের মধ্যে একটি মাত্র প্রচেষ্টাতে মায়ের চোখ আঁকেন তাঁরা। সেদিন একটি ভিডিও দেখলাম, যেখানে শিল্পী চক্ষুদান করছেন। যেন মা নিজেই দায়িত্ব নিয়ে নিজের চোখ সবার সামনে প্রকাশ করছেন। আমরা যারা দেখি, তাদের গায়ে কাঁটা দেয় কিন্তু যিনি আঁকছেন, তাঁরা তখন কি ভাবেন ? তাঁদের মনে ভয় হয় ? বা চিন্তা ? যদি একটু ভুল হয়ে যায় ? কি গুরুদায়িত্ব বলুন তো। আমি অবাক হয় যাই, বিশেষত ত্রিনয়ন যখন মায়ের মুখে ফুটে ওঠে। এইভাবে মায়ের প্রাণপ্রতিষ্ঠার সাথে সাথে আগমনীর সুর বেজে ওঠে। আর এই আগমনীর সুরে মেতে ওঠে সবাই। শুরু হয় কোনায় কোনায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। পাড়ায় পাড়ায়, বিভিন্ন সোসাইটিতে নাটক, গীতিআলেখ্য, নৃত্যনাট্য, গান, আবৃত্তিতে সবাই অংশগ্রহণ করেন। আর সবচেয়ে ভালো লাগে সবার অংশগ্রহণের ইচ্ছা। দূর্গার অসুর বধের নাট্য রূপ যেমন দেখতেও ভালো লাগে, তেমন যাঁরা অংশগ্রহণকারী তারাও মজা পায় ভারী। সাথে খাওয়া দাওয়া তো আছেই।


ছোটবেলায় মহালয়া মানে শুধু বুঝতাম একটা দিন ছুটি, সকালের দূরদর্শন দর্শন আর দুপুরে খুব ভালো খাওয়া দাওয়া কিন্তু এখন মহালয়া মানে ঠাকুর দেখা শুরু। কোলকাতাতে এখন অনেক প্যান্ডেলের উদ্বোধন শেষ। অনেকে ঠাকুর দেখাও শুরু করে দিয়েছেন। কলকাতা ধীরে ধীরে হয়ে উঠেছে জীবন্ত ও উৎসবমুখর। পুজো ভালো কাটুক।  আজ খুব কম লিখলাম, লিখবো আরো। হাতে সময় থাকলে খুব শিগগিরই লিখবো।


🔺🔻🔺🔻🔺🔻🔺🔺🔻

Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

Friday, 27 September 2019

পুজো মানে - ঘরে ফেরা

এই কিছু দিন আগে একটা বিজ্ঞাপন দেখলাম, তনুশ্রী শংকর , পাওলি দাম ও ঋতাভরীর নেপথ্যে কিছু কথা আর কিছু সুন্দর মুহূর্তের একটা অতি সুন্দর প্রতিবেদন। বাইরে থাকা উমাদের ঘরে ফেরার ডাক। মন টা ছুঁয়ে গেলো। এছাড়াও বেঙ্গালুরু এর টাইমস অফ ইন্ডিয়া তে একটা ক্যাম্পেইন ও চলছিল, বাঙালি মেয়েদের ঘরে ফেরানোর এক অভিনব প্রচেষ্টারস্বরূপ একটি ক্যাম্পেইন। সত্যি, পুজোর সময় ঘরে ফেরার আনন্দ আলাদা। শুধু উমাদের কথা বললে ভুল হবে।  মায়ের তো ছেলে মেয়েকে নিয়ে সংসার। তাই না ? তাই ঘরে ফেরার ডাক আসে উভয়েরই ।




বাইরে থাকা বাঙালিদের মধ্যেও আবার রকমভেদ আছে। এক হলো, আমাদের মতন যারা চাকরিসূত্রে প্রবাসে বসবাস করছে, কিন্তু আপনজনেরা এখনো কলকাতাতে আবার অন্যদিকে, কিছু বাঙালি  যাঁরা যুগের পর যুগ প্রবাসে থাকতে থাকতে সেই প্রবাসের এক অংশ হয়ে দাঁড়িয়েছে,তাঁদের মতন। তা আমি, এই চাকরিসূত্রে যাযাবর পাখিদের কথা বলি। সবচেয়ে মজা হলো, অফিসে বা যেকোনো সংস্থায় এইরূপী বাঙালিদের প্রশ্ন হবে, "পুজোয় কলকাতা যাচ্ছ /যাচ্ছিস?", তারপরের উত্তর হ্যাঁ এর দিকে হলে, প্রশ্ন আসবে  "কবে বা কোন দিন?" সঙ্গে একখানি উজ্জ্বল মুখ।  এই সমস্ত আলোচনাতে মনমেজাজ একটু ঝালিয়ে নিতে ভালো লাগে আর কি, আবার কোনো বাঙালি যদি কোনো কারণে যেতে না পারে, সে এই সমস্ত কথোপকোথনেই দুঃখপ্রকাশ করে।  আমার ক্ষেত্রে হয়েছে আগের তিনটি বছর, সেই মন খারাপ টা অন্য মাত্রার হয়।


ব্যাঙ্গালোরে যেই হাড়ে বাঙালি বেড়েছে, সেই হাড়ে দূর্গা পুজোও বেড়েছে। অগুনতি পুজো। গত বছর বিশাল লাইন অতিক্রম করে ঠাকুরও দেখেছি। মনে হচ্ছিলো কলকাতাতেই আছি। কিন্তু সেটা মাত্র ওই পরিধির মধ্যেই সীমাবদ্ধ। এখানে ছোট ছোট জায়গাতে ছোট ছোট কলকাতা গড়ে ওঠে। মণ্ডপ থেকে ২০০ মিটার এগোলে কলকাতা হারিয়ে যায়। কলকাতার মতন আবহাওয়া আশা করাও শ্রেয় নয়।  কারণ,গোটা কলকাতা তো নিজের জায়গাতেই বিদ্যমান। কিন্তু একটা জিনিস বলতেই হয়, এখানে নেই থিমের লড়াই, এখানে কিন্তু শুধু পুজো হয়। যেটার আনন্দ আবার অন্য ধাঁচের। সে যাই হোক, আমি তুলনা লিখতে বসিনি।  তাও, একটা কথা তো মানতেই হবে -পুজোর সময় বাঙালির ক্ষুধা কিন্তু বাংলাই মেটাতে পারে।

আমি এখন এয়ারপোর্ট এ বসে, উড়ানের অপেক্ষায়  বসে আছি আর কটকট টাইপ করে যাচ্ছি। চারদিকে বাঙালি পরিযায়ী পাখি। ওড়ার অপেক্ষায় তাঁরাও বসে আছে। সবার মুখে একটা চমক, ঘরে ফেরার। চোখ উজ্জ্বল, আবেগী হাসি আর অস্থিরচিত্ত।  আমিও জানি আর কিছু ঘন্টা মাত্র , তারপরে আমিও  আকাশ থেকে দেখবো আমার শহর শত শত জোনাকির আলো মেখে আমাকে কাছে টেনে নিচ্ছে। আর আমিও  নিশাচর পাখি হয়ে প্রথম ঝলকে শহরটাকে আবার নতুন করে ভালোবাসবো। আমি ঘরে ফিরবো।

🔺🔻🔺🔻🔺🔻🔺🔺🔻


Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

Wednesday, 25 September 2019

পুজো মানে - পুজোর গান

"বাজলো তোমার আলোর বেণু / মাতলো যে ভুবন  / বাজলো তোমার আলোর বেণু " - না এই গানটাকে আজ এই পোস্ট থেকে বাদ দিচ্ছি, এই গান টা মহালয়ার জন্য তোলা থাক ? আমি সাধারণত এই গান টা মহালয়ার আগে শুনিনা, মনে শুঁড়শুঁড়ি লাগলেও শুনিনা , এই গান টা মহালয়ার প্রভাতে শুনতে বেশি ভালো লাগে।  আমি আজ কথা বলছি সেই গান গুলোর ব্যাপারে, যেই গুলো সাধারণত পুজোর গান হিসেবে বেশি পরিচিত। পুজোর জন্য বিশেষ ভাবে রেকর্ড করা গান, যা প্যান্ডেলে প্যান্ডেলে বাজতে থাকে পুজোর দিন গুলোতে, সেই সমস্ত গানের কথা । বছরের পর বছর গান বেরোতে থাকে, আমার ছোটবেলার পুজোর গান আবার আমার মায়ের সময়ের পুজোর গানের থেকে আলাদা। আলাদা গান আলাদা আলাদা মানুষের ভিন্ন স্মৃতিকে খোঁচা দেয়। গান এমন একটা জিনিস, যা মানুষকে প্রচন্ড ভাবে নস্টালজিক করে তোলে। কেমন যেন গানের প্রকাশকালীন সময়টা চোখে ভেসে ওঠে। আসুন, আজ একটু সেই সকল গান নিয়েই লেখালেখি হোক, আর আপনারা তার সাক্ষী থাকুন।



আমার নস্টালজিয়ার মধ্যে পুজোর গান বলতে আমি বুঝি কুমার শানুর "কত যে সাগর যদি পেরিয়ে এলাম আমি", "কে বলে ঠাকুমা তোমায়", "তুমি আছো এতো কাছে তাই"। আমি প্রাক ৯০ দশকে শৈশব কাটিয়েছি, স্বভাবতই, তখন কুমার শানুর যুগ। আর এই গান এখন শুনলে আমার তখনের পুজোর দিনগুলো মনে পরে, মনে পরে দূর থেকে প্যান্ডেলের মাইক গাইতো এই গানগুলো। বার বার। মনে পরে যায়, রাস্তায় ক্যাপ ফাটাতে ফাটাতে যদি কোনো ঠাকুমাকে দেখতাম, আমরা সবাই কেমন গেয়ে উঠতাম "কে  বলে ঠাকুমা তোমায়" - মানে না বুঝেই।  সেই পুরোনো মণ্ডপ, তখনের পুজোর গন্ধ সব এখন পাল্টে গেছে। আবার এমন কিছু পুজোর গান ও শুনতাম যা আমাদের অনেক আগের যুগের। ৮০ দশকের। তার মধ্যে আশা ভোঁসলে ও আর. ডি. বর্মনের বিখ্যাত আধুনিক বাংলা গানের জুড়ি মেলা ভার। আর অন্তরা চৌধুরী এর গানগুলোকেই বা কি করে বাদ দি। তারপরে আসলো উদিত নারায়ণের পুত্র আদিত্য নারায়ণের কিছু বিখ্যাত বাংলা গান, মিষ্টি কিছু গান, বিশেষত বাচাদের জন্য বানানো সেই গান। "এটা করোনা ওটা করোনা, করবো তবে কি, রোজ একই কথা ভাল্লাগেনা ছাই "। এই গান টা খুব মুখস্ত করেছিলাম, কারণ মাকে শুনিয়ে শুনিয়ে এই গান টা খুব গাইতাম। তারপর এই কয়েক বছর পরে আসলো একটা বিটকেল যুগ, মিতা চ্যাটার্জীর গান। আমার বিকট লাগতো 😖।

এতো গেলো আমার গল্প, কিছু গান এখনো বাজলে মায়ের মুখে শুনি, এই গান গুলো পুজোর সময় কি বাজতো। "মধু মালতি ডাকে আয়ে ", "যেতে দাও আমায় ডেকো না", "আমি মিস ক্যালকাটা ", "কফি হাউসের সেই আড্ডাটা আর নেই ", "আয়ে খুকু আয়ে ", হেমন্ত , সতীনাথ, কিশোর কুমারের প্রমুখ গান আরো অনেক গান, যা আমার মনে এখন পড়ছে না। মায়ের কথায় তখন পুজোর গান একটা আকর্ষণ ছিল, ধীরে ধীরে যদিও সেই আকর্ষণ টা কমে যাচ্ছে, কারণ এখন তেমন ভাবে পুজোর গান বেরোয় না, বেরোলেও এমন কিছু মধুর হয়না, যা মন ছুঁয়ে নেয়।  সবচেয়ে বড়ো  তফাৎ যেটা আমি মনে করি, হলো গানের সাথে ভিডিও যোগ করার হিড়িক। পুজোর গান এখন দেখতে হয়। আর অতিরিক্ত মেক আপ করে বাঙালি আটপার শাড়ী / স্টাইলিশ ধুতি পাঞ্জাবি পরে,সেজেগুঁজে অতিরঞ্জিত করাটা আমি মেনে নিতে পারিনা। আগে যেই জিনিস টা ভালো লাগতো, সেটা হলো, সব প্যান্ডেলে বাংলা পুজোর গান বাজতো, বড় হওয়ার সাথে সাথে দেখলাম কিছু কিছু প্যান্ডেলে হিন্দি সিনেমার গান বাজতে থাকে।  কেমন যেন বেখাপ্পা লাগতো, কিন্তু ভাগ্যক্রমে, আমার পাড়ায় কিন্তু এখনো বাংলা গানই বাজে, নতুবা মহিষাসুরমর্দিনী নতুবা ঢাক। আর কিছু না হলে, মাইক থেকে আয়োজনকর্তাদের ব্যস্ততার কথোপকথন শুনতে পাওয়া যায়। যেটা বেজায় আজে বাজে গানের থেকে অনেক ভালো ও মজাদার  😁. অন্তত, পুজোর আয়োজন টা না দেখেও, শোনা তো যায়।

আপনারাও লিখুন না আপনাদের ছোটবেলার বা বড়বেলার স্মৃতি, এই পুজোর গান নিয়ে।  কমেন্ট করুন 😊।

🔺🔻🔺🔻🔺🔻🔺🔺🔻

Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

Tuesday, 24 September 2019

জ্যান্ত দুর্গার সংসার

এই লেখাটা লিখেছিলাম আজ থেকে সাড়ে পাঁচ বছর আগেই, জানুয়ারি ২০১৪ সাল। লিখেছিলাম কোনো সংবাদ পত্রের  লেখনী প্রতিযোগিতার জন্য, আদৌ চিঠি পৌঁছেছিল কিনা আমি জানি না আর যদি পৌঁছে গিয়েও থাকে, তাহলেও হয়তো খবরের পাতায় প্রকাশ পাওয়ার যোগ্যতা অর্জন করেনি।  তাই এই লেখা গুলো 'অপ্রকাশিত' রয়ে গেছে।  এরকম অনেক গল্প বা লেখনী আছে যা আমি এই 'অপ্রকাশিত' সংকলনে যোগ করতে চলেছি। আজকের প্রথম লেখা যেটা আমি যোগ করছি সেটা একটা সূত্রের উপর ভিত্তি করে লেখা।  বিভাগ - হাস্য কৌতুক। যেহেতু পুজো কাছে, তাই এইটা দিয়েই শুরু করলাম।



গল্পের বিভাগ : হাসি 


গল্পের সুত্র : "আজ দশমী। এবার আমাদের পাড়ার পুজোর থিম ছিল লাইভ ঠাকুর। মোড়ের মিষ্টির দোকানের ময়রা হয়েছিল গণেশ, বলিউড এর স্বপ্নে বিভোর ঋত্বিক হয়েছিল কার্তিক, পাড়ার হার্টথ্রব চিনির বোন্ মিনি..... "

আজ দশমী। প্রতিবারের মতন এবারেও আমাদের পাড়ার হাল একটু বেহাল। উপহাস্য নয়। আসলে থিম পূজোর থিম মগজ থেকে ঠিকরে না বেরোবার ফলে আমাদের পূজোর 'গরম' ও 'টগবগে' থিম হল লাইভ ঠাকুর। অনেক চেষ্টা করেও এত বছরেও একটা 'অমুক' কিংবা 'তমুক' সম্মান পাওয়া যায়েনি।দেখা যাক আজ এই শেষ দিনে যদি মা যেতে যেতে আচমকা কিছু দিয়ে যান।

মাকে খুশি করার জন্য আমাদের পাড়ার ছেলে পিলেরাই হয়ে গেছে মা ও তার পরিবার বৃন্দগন। মোড়ের মিষ্টির দোকানের পেটফোলা ময়রা হয়েছে গণেশ । নকল ফর্সা শুঁড় ও কালো চকচকে ভুঁড়ি দুলিয়ে ভালই অভিনয় করলো এই কদিন। ওদিকে বলিউড এর স্বপ্নে বিভোর ঋত্বিক হয়েছে কার্তিক। ধনুক তো দূরের কথা, নেই একটা নকল বন্দুকও। ট্যাবলেট হাতে কানে আশিকী ২ এর গানে মত্ত হয়ে ফেইসবুক করে করেই এই চারটে দিন কাটিয়ে দিল গোঁফহীন প্যাংলা কার্তিক। ভাগ্যিস নামটাই মেলে রোশন পুত্রের সাথে। চেহারা মিললে মা দূর্গা ই জানতেন এই মন্ডপ বেদিতে কি হত। ঐ দিকে পাড়ার ধক ধক হার্টথ্রব চিনির বোন্ মিনি হয়েছে লক্ষী। নামেই মিনি। আকারে বিশাল মিনির পুরুষালি হাবভাব মা লক্ষী না দেখলেই ভালো হয়। আর যদি দেখেও থাকেন তাহলে - " মা লক্ষী - এদের দোষ নিস না । এঁরা নিরুপায়। কথা দিছি আসছে কোজাগরী তে তোকে সুন্দর করে পুজো করব এই বেদীতেই "। যাক এইবার আসি সঙ্গীতের দেবী সরস্বতী এর আলোচনায়ে। পাড়ার মেয়েদের অভাবকে টেক্কা দিয়ে পাড়ার হাড়ুই হয়ে গেছে সরস্বতী। পরচুলা, লোমশ লম্বা চেহারায়ে স্মার্ট সরস্বতী বাজিয়েছে গিটার। সোজা কথাযে সরস্বতী অন ছিল। যাকে বলে বেপরোয়া।


ছবি : মহিষাসুর বধ পালা / আনন্দবাজার পত্রিকা 

এত গেল সন্তানদের বর্ণনা। আসছি মা ও তার একমাত্র ভিলেন অসুরের বর্ণনাতে। মা দূর্গা হয়েছে আমাদের পাড়ার ঝগরুটে আপেল পিসি। কিন্তু এটা মানতে হবে যে তাঁর রাগী পাকানো চোখের সাথে হিংস্র আবেদন সত্যি তাঁকে মহিষাসুরমর্দিনী করে তুলেছে। দুই হাতে নকল ত্রিশুল, আর বাকি আটটি নকল হাতের একটি হাতের আঙ্গুল খসে পড়েছে। আর আঙ্গুলেরই বা কি দোষ ? থার্মোকলের হাত এই চারদিন টিকেছে এই ঢের। চশমা পরা মা দূর্গাকে শতকোটি পেন্নাম। এই দিকে অসুর হলো গিয়ে চালের দোকানের চাঁদু। চাল বিক্রি করে গতরটা বেশ ভালই ভারী করেছে। তাই বলবান হ্যান্ডসাম অসুরের জায়েগাতে মাংসালো থলথলে চেহারাটা খুব একটা হাস্যকর হয়েনি। একটু বডি বিল্ডিং এর অভাব ব্যস। যাই হোক চাঁদু বাবার চালের দোকান থেকে এই চারটে দিন রেহাই পেয়ে বেজায়ে খুশি। তাই অসুর একদম হাসমুখলাল।

বাহনের কথা বাদই দিলাম কারণ জ্যান্ত কেউ নয়ে, সবাই নকল পুতুল। তাতে কি যায়ে আসে। কাজ তো চলে গেল। কিন্ত হাঁ আমাদের পাড়ার পুজো কোনো দর্শনার্থীকে হতাশ করেনি। কোনো অ্যাওয়ার্ড না পেলেও আমাদের পুজো দর্শনার্থীদের কে দিতে পেরেছে এক চিলতে হাসি। কাতারে কাতারে লোক না হলেও বেশ সংখ্যক দর্শনার্থী হয়েছে, আবার কেউ কেউ হাসার সাথে সাথে প্রনাম ও করেছেন আমাদের ভগবান দের।

'মা দূর্গা' - এবারের মতন ক্ষমা করিস। কথা দিলাম আগামী বছর তুই আসবি কুমোর পাড়া থেকেই। এবারের ভুলত্রুটি মার্জনা করিস আর হাশি মুখে শ্বশুর বাড়ির জন্য রওনা দিস ।

সৌজন্যে --
প্যাট্লা রতন 
আসিস্টান্ট সেক্রেটারী 
মিলেঝুলে থাকি ক্লাব
ঝাউতলা পার্ক 
কলকাতা- ৭০০০০০







Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

Sunday, 22 September 2019

পুজো মানে - বাঁশের জুড়ি মেলা ভার আর হোর্ডিং এর সজ্জা

আর মাত্র ১০ দিন। বাংলার দিকে দিকে এখন সাজো সাজো রব। প্যান্ডেলের কাজ, প্রতিমার কাজ সব যেন এখন শেষ মুহূর্তের দিন গুনছে। প্যান্ডেল এবং প্রতিমা যেমন ৩ মাস আগে থেকেই সজ্জিত হতে শুরু করে, কলকাতা কিন্তু সাজতে শুরু করে এই সময় থেকে।  আমি জানিনা এখন কলকাতায় কেমন অবস্থা, কিন্তু যা শুনেছি এখন মহালয়া থেকেই প্যান্ডেল উদ্ভোধন হয়ে যায় এবং নেমে যায় মানুষের ঠাকুর দেখার ভিড়। তাহলে সেই পরিপ্রেক্ষিতে আশা করা যায় কলকাতা সাজুগুজু করতে শুরু করে দিয়েছে।

আমাদের অঞ্চলে কোনো থিম পুজোর বালাই নেই, সব সার্বজনীন পুজো। তা সেখানে তুলনামূলক ভাবে প্যান্ডেলও শুরু হয় অনেক দেরিতে। এই সময় টা মাঠে মাঠে ঘুরলে দেখা যায়, সাবেকি ও সাধারণ প্যান্ডেল তৈরির প্রস্তুতি চলছে। প্যান্ডেল তৈরির সাথে সব বাঙালীর একটা কেমন সুতোর টান আছে তাই না? মানে এই উত্তেজনার কোনো তুলনা নেই।

তা যাই হোক, কলকাতা চাকরি করাকালীন অবস্থায়, অপেক্ষা করে থাকতাম রাস্তা ঘাট গুলো দেখবো বলে, বলা যেতে পারে ওটা একটা আনন্দের মুহূর্ত ছিল অফিস যাওয়ার পথে। লোকে বলে পুজোর সময় হলো একমাত্র সময় যখন বাঁশ খুব ভালো লাগে 😅। হা হা।  বলার অর্থ হলো, প্যান্ডেল বলুন, বা অন্যান্য বাঁশের কাঠামো সবই তো মজার উদ্রেক করে। কলকাতার সুখ্যাত পুজোর এলাকাতে বাঁশের ব্যারিকেড তৈরি শুরু হলে পরে বোঝা যায়, এখন অন্তিম মুহূর্ত আর কিছুদিন পরেই এই বাঁশের রাস্তায় নামবে মানুষের ঢল। আগেই অফিস যাওয়ার পথে  ভি. আই. পি রোডের উপরে দম দম পার্ক, লেকটাউন ও শ্রীভূমির কাছে এগুলো দেখতে পেতাম। তারপর লাইটিং বা হোর্ডিঙের জন্য বাঁশের কাঠামো সেগুলো ও তৈরি হতে থাকে ঠিক এই সময়। ধীরে ধীরে কলকাতা একটু একটু করে গয়না পড়তে শুরু করে। আর হ্যাঁ এই হোর্ডিং, পুজো স্পেশাল হোর্ডিং চারিদিকে না দেখতে পেলে কি ভালো লাগে ? এই ছোট্ট ছোট্ট জিনিস গুলো পুজোকে যেন আরো রঙিন করে তোলে। পুজো প্রাসঙ্গিক এমন অনেক ছোট ছোট জিনিস আছে যা আমাদের মন কে বার বার মনে করিয়ে দেয়, যে পুজো আসছে 😊।



🔺🔻🔺🔻🔺🔻🔺🔺🔻


Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

Friday, 20 September 2019

পুজো মানে - বিজ্ঞাপন ও বিনোদন



পুজোর বেশি দিন তো আর নেই। এখন গুনে গুনে ১২ দিন। তা আজ আমি  লিখবো এমন কিছু জিনিস নিয়ে যা সবার স্মৃতিকে শুঁড়শুঁড়ি দেবে। আজ কথা বলবো বিজ্ঞাপন নিয়ে। বাঙালির মনে উদ্দীপনা জাগাতে কিন্তু এই বিজ্ঞাপন বিশেষ ভূমিকা পালন করে আসছে।

টেলিভিশনের কিছু পুজোর বিজ্ঞাপন এমনভাবে আমাদের মনে গেঁথেছিল যা আজও ভোলা যায়না। সবার প্রথমে মনে পরে "এই প্রানঢালা উৎসবে বার বার " -এ মৈত্রেয়ীর মাতৃরূপ ও সাবেকি বাড়ির প্রতিচ্ছবি  কিংবা "সপ্তমী তে প্রথম দেখা অষ্টমীতে হাসি" -তে চন্দনা ও অর্জুনের মিষ্টি প্রেম বা "পুজোয় জমুক তুফানী চুমুক" -তে সৌমিত্রের হাসি।  এগুলো এখনো আমরা ইউটিউবে খুঁজে খুঁজে দেখি। তাছাড়া তো বাকি দোকানের পুজো স্পেশাল বিজ্ঞাপন বা লোকাল ক্যাবল টিভি এর স্থানীয় দোকানের বিজ্ঞাপন ছিলই। যদিও এখনের সুজয় পুঁচকি এর বিজ্ঞাপন সেইভাবে মন ছুঁতে পারে না তাও এই বিজ্ঞাপন গুলো দেখতে পেলেই মনে হয়, পুজোর জন্য তৈরি হতে হবে। শারদীয়া লেখা টার মধ্যেই যেন কেমন একটা টান আছে।  দেখতে পেলেই মন কেমন করে ওঠে।

এর পর আসি প্রাক পুজো পরিক্রমার কথায়। ছোটবেলাতে তো এইসব কিছুই হতো না কারণ থিম পুজোর কোনো নামগন্ধ ছিল না। সেই ২০০২ এর বোসপুকুরের ভাঁড়ের প্যান্ডেল এমন এক নতুন ধারার প্রচলন করলো যে, এখন থিমপুজোই সর্বে সর্বা ( বিঃ দ্রঃ আমার কাছে নয়) । তারপর থেকেই শুরু হলো প্যান্ডেলের প্রতিযোগিতা এবং থিমের লড়াই।  তাই শুরু হয়ে গেলো এক অতি অভিনব প্রোগ্রাম যা ষ্টার আনন্দে প্রচারিত হতো (এখনের এ বি পি আনন্দ)। নাম ছিল মেগাস্টার বনাম সুপারস্টার। আমার ভারী মজা লাগতো দেখতে, সেখানে শুরু হলো প্রতিটা পুজোর প্যান্ডেলে গিয়ে গিয়ে তাদের থিম সম্পর্কে এবং প্রস্তুতি সম্পর্কে বিস্তরে তথ্য সংগ্রহ করা এবং দর্শকদের সামনে তুলে ধরা। তারপরে পুজো শুরু হলে বিচার করে পুরস্কারের সাথে ঘোষিত হতো কে মেগাস্টার আর কে সুপারস্টার। অ্যাওয়ার্ড পুরস্কার বুঝতাম না। পুজোর এই আবহাওয়া টা ভালো লাগতো। পুজোর দিন গুলোর থেকে পুজোর আগের প্রস্তুতিটা যেন বেশি আনন্দের তাই না ? এখনো কিন্তু এই রকম অনুষ্ঠান বিভিন্ন চ্যানেল এ প্রচারিত হয়। এখন ইউটিউবে তো অনেকে নিজের চ্যানেল এ নিজস্বভাবে পরিক্রমার ভিডিও আপলোড করেন।  এগুলো আমাদের মতন বাইরে  থাকা মানুষজনদের খুব খুশি করে।  যাই হোক, আজ লেখাটা খুব ছোট রাখলাম আর বেশ অগোছালোই লিখলাম।  যা মনে এসেছে তাই লিখেছি আর সাথে শুনছি "এই উজ্জলতার স্রোতে, এই বুকের ভিতর হতে, এই ফুটে ওঠা বিশ্বাসে, ফিরে আসে বার বার  ... " না শালিমার না, ফিরে আসে আমাদের প্রাণের উৎসব, প্রাণের পুজো  😊


🔺🔻🔺🔻🔺🔻🔺🔺🔻

Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

Wednesday, 18 September 2019

পুজো মানে - ঘুড়ি লাটাইয়ের সাথে ছোট্ট সূচনা

আজ বিশ্বকর্মা পুজো। সকলকে জানাই তার শুভেচ্ছা, আমি কলকাতা তে নেই, কিন্তু আজ যে কলকাতা তে কি পরিস্থিতি তা আমি ভালো করেই  জানি।  আজ তো অটো  টোটো রিক্সা ভাইদের দিন। চারিদিকে হাজার একখানা পুজো, আলোর বাহার, রঙিন গান আর দেদার উল্লাস।  আর এই উল্লাসের সাথে সাথে কিন্তু সময় ভালো করে মনে করিয়ে দিচ্ছে, যে পুজোর আর মাত্র ১৪ দিন বাকি।  😁



আমার এই সংকলন টা শুরু করেছি কিন্তু একটু নস্টালজিক হবো বলে। সুতরাং, যদি আপনারা ভাবেন, এই মেয়েটা কি রে ভাই ! সর্বক্ষণ ছোটবেলা নিয়ে আদিখ্যেতা করে। তাহলে বলি, "শৈশবে  আর ফেরা যাবে নাতো নেই পথ নেই হারিয়ে গেছে সেই দেশ "। তা যাই হোক, লেখাটা শুরু করি।

নীল আকাশ, তুলোর মতন মেঘ আর মাঝে গুচ্ছ গুচ্ছ ঘুড়ি।  এই দৃশ্য আপনারা কত জন দেখেছেন আমি জানিনা। বিশ্বকর্মা পুজোর ঠিক ২-৩ সপ্তাহ আগের থেকে শুরু হয়ে যেত ছেলেদের কলরব। বিকেল ৪ টে থেকে সন্ধ্যা নামা অব্দি এই হুল্লোড়ের আওয়াজ আমাকে বাধ্য করতো ছাদে চলে যেতে। ছাদে দিয়ে দেখতাম অসংখ্য ঘুড়ি আকাশে উড়ছে। শুরু হয়ে যেত গোনা। কোন ঘুড়ি টা কাকে কাটছে আর সেই কাটা ঘুড়ির ভাব গতিক কোন দিকে এগোচ্ছে সেটা ছিল বেশি আকর্ষণীয়। কারণ যদি ঘুড়ি কেটে ছাদে পরে, ব্যাস কি মজা। কাটা ঘুড়ি কুড়িয়ে জমানোর আনন্দ অতুলনীয়। কখনো কখনো ছাদে যেতে একটু দেরী হয়ে গেলে একটা রোমহর্ষক কৌতূহল জাগতো।  পাছে কিছু ঘুড়ি পরে দেখতে পাই। এবং এমন টা হয়েছেও। আমি কিন্তু খুব হিংসুটে ছিলাম।  ছেলেপিলেরা বাড়ি খুঁজে পেলে ঘুড়ি চাইতে আসতো , আমি দিতাম না। মা জানলে অবশ্যই দিতে বাধ্য করতো সেটা আলাদা ব্যাপার। কিন্তু ঘুড়ি আমি দিতে চাইতাম না। আপনারা হয়তো ভাবছেন আমি ঘুড়ি ওড়ানোতে ওস্তাদ , কিন্তু সেটা একদম ভুল। চেষ্টা করিনি যে তা নয়, কিন্তু হয়ে ওঠেনি।


আমার পাপা ঘুড়ি ওড়াতে খুব ভালো পারেন, আবার বিভিন্ন রকম ঘুড়ি বানাতেও জানেন। তো, আমার অনুরোধে পাপা রবিবার দেখে আমাকে নিয়ে ছাদে উঠতো। ঘুড়ি ওড়াতো পাপা , আমি শুধু ঘুড়ি ছাড়তে সাহায্য করতাম আর লাটাই ধরে থাকতে সাহায্য করতাম । পাপা ঘুড়ি বানানো, ওড়ানো সবই শিখিয়েছিলো, কিন্তু  আমার দ্বারা হয়েনি।  আর আপনারাই বলুন, চারিদিকে যদি অট্টালিকার ভিড় থাকে, সেখান থেকে ঘুড়ি ওড়ানো যায় ??  তো বিশ্বকর্মা পুজোর দিন আমার ঘুম সক্কালে ভেঙে যেত তার অবশ্য যথাযথ কারণ ছিল।  আমাদের দোকানের পুজো থাকতো, তার জন্য তার আগের দিন থেকেই পাপাকে দেখতাম খুব ব্যস্ত থাকতে।  আমার শখ ছিল কাগজের শিখল বানানো, মার্বেল কাগজ দিয়ে সিংহাসন সাজানো আর আল্পনা দেয়া। তাই আমি ভোর থেকেই জেগে থাকতাম আর ভাবতাম আমাকে পাপা কখন নিয়ে যাবে।  আমি আগের দিন থেকেই শিখল বানিয়ে রাখতাম। একটু যখন বড়ো হলাম , মানে এই সপ্তম অষ্টম শ্রেণী, তখন আমার ভালোবাসা জাগলো পুজোর বাসনের উপর।  মায়ের সাথে আগের দিন থেকে বসে বাসন ও পুজোর সরঞ্জাম গোছাতে এগিয়ে যেতাম।  আর  সাথে সাথে মাথায় ঘন্টা বাজতো , যে দূর্গা পুজোর আর বেশি দিন নেই। বিশ্বকর্মা পুজো ছিল একটা জেন্টল রিমাইন্ডার যে উৎসবের মাস শুরু। ছিল বললে ভুল হবে, এখনো আছে কিন্তু কলকাতাবাসীদের জন্য।  এখানে তো কিছু ফ্যাক্টরি ছাড়া আর পুজো হয় না।

যদিও  ৯০% পুজো ১৭ই স্পেটেম্বরে হয়ে  থাকে, এই বছর একটু ব্যতিক্রম হলো।  এই ব্যতিক্রম যদিও এর আগে হয়েছে, তাও খুব বিরল। এখন তো বিশ্বকর্মা ঠাকুর ও এক সপ্তাহ থাকে কলকাতার প্যান্ডেলে।  আমি তার বিদ্রুপ করিও না।  মানুষ যত পারুক আনন্দে মেতে থাকুক না, দেখতেও ভালো লাগে আর নিজের মন টাও বেশ খুশি খুশি থাকে তবে  হ্যাঁ রাতের দিকে তারস্বরে মাইকটাকে বাদ দিয়ে 😎।

🔺🔻🔺🔻🔺🔻🔺🔺🔻

Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

Monday, 16 September 2019

পুজো মানে - পুজোর জামা

তিন বছর আগে লিখেছিলাম  রং বদলানো পুজো  নামক একটি সংকলন।  তাতে পুজো সম্পর্কিত অনেক আবেগ অনুভূতির  ব্যাপারে লিখেছিলাম।  অনেক দিন হলো ব্লগ লিখিনি।  মানে এখন আগের মতন  লেখাই হয়না। এখন এই মুহূর্তে  আমার আবার ইচ্ছা করলো লেখা শুরু করার।  পুজোর গুনে গুনে আর ১৬ দিন বাকি, তাই এখন আবেগ টগবগ করে ফুটছে  আর  লেখার জন্য হাত শুঁড়শুঁড়ি করছে। বাঙালির কাছে পুজো মানে শুধু পুজো  ও ভক্তি না, তার সাথে থাকে আরো অনেক আনুসাঙ্গিক আনন্দের জিনিস।  আর সেই আনন্দ শুরু হয়ে যায়  প্রায় ২ মাস আগে থেকে।



তা শুরু করছি পুজোর জামা দিয়ে।  হা হা , গুঁড়ো  থেকে বুড়ো , পুজোর জামা কিন্তু অত্যাবশ্যক এবং একটি খুব গুরুত্বপূর্ণ পুজোর সূচনা। যদিও ছোটবেলার পুজোর জামা  থেকে এখনের পুজোর জামার সংজ্ঞা অনেক বদলেছে, তাও  'কটা পুজোর জামা হল ' এই ভাবনার মধ্যে কিন্তু কোনো বদল আসেনি। ছোটবেলার মতন কেউ হয়তো জিজ্ঞেস করার নেই, বা স্কুলের বন্ধুদের মধ্যে জামার গুনতি  দেখানোর মতন ইচ্ছা নেই, কিন্তু মনে মনে একটা  গুনতি  চলতেই থাকে।  তা ছোটবেলা থেকেই শুরু করছি।

মনে আছে, পুজোর ছুটির আগেই  ছিল অর্ধ বার্ষিকী পরীক্ষার একটা কাঁটা তারের বেড়া।  তাই অগত্যা পড়তে বসতেই হতো। কিন্তু এই পুজোর এক দেড় মাস আগে থেকেই শুরু হতো পুজোর জামার আমদানি 😁। একটু অসময় কলিং বেল বাজলেই ছুট্টে চলে যেতাম  বারান্দায়,দেখতাম কে এসেছে। যদি দেখতাম কেউ  অতিনিকট  আত্মীয় এসেছে আর হাতে বড় বড় প্যাকেট , তাহলেই কেল্লাফতে।  চুপচাপ পড়ার ভান করতাম আর অপেক্ষা থাকতো, কখন ডাক পড়বে  জামার ফিটিং মাপার জন্য।  যেই না ঘরের দরজা মা খুলতো আর  বলতো একটু আয়ে, মন টা  ফুরফুরে হয় যেত, কিন্তু নিজের আবেগ উচ্ছাস  চেপে রেখে মৃদু একটা হাসি আর লজ্জার  রেখা মুখে ধরে রেখে যেতাম আর দেখতাম  আমার পুজোর নতুন জামা।  সেই দিন টা হালকা করে আমার মনের দরজায় কড়া নেড়ে বলতো , পুজো আসছে।  আর শুরু হতো গুনতি।  একটা,দুটো,তিনটে, চারটে  আরো অনেক।  এতো গেলো, জামার আমদানি। তারপর হতো , মা পাপার পুজোর শপিং।  এর ব্যাপারে আগেও লিখেছি রং বদলানো পুজোর কোনো একটা লেখনী তে।  যেই শুনতাম মা পাপা ঠিক করেছে কোনো এক রবিবার নিউ মার্কেট যাওয়া হচ্ছে, ব্যাস , তার মানে পুজো  একদম নিকটবর্তী।  এইটা স্বাভাবিক ভাবে পরীক্ষা শেষের পর হতো। সেই দিনটাই একটা উৎসবের মতন লাগতো। সারাদিন ঘুরে ঘুরে  জামা,জুতো কেনাকাটা  আর ভালো  রেঁস্তোরায়  গিয়ে খাওয়া দাওয়া।  তখন আমিনিয়ার বিরিয়ানি আমার খুব ভালো লাগতো। ২০ বছর আগের কথা বলছি, সেই কেবিনের মধ্যে বসে বিরিয়ানি খাওয়া আর মা পাপার  হাতে  প্রচুর নতুন প্যাকেট দেখতে পাওয়ার আনন্দের তুলনা নেই।  এই ছোট্ট ছোট্ট আনন্দ গুলো শপিং মলে  বা অনলাইনে কিনে আর কই  আসে ? তাই না। এছাড়াও থাকতো আরেকটা দিন যেখানে মা শুধু আমাদের কে নিয়ে বেরোতো  উপহার কেনার জন্য আর তারপরেই  চলতে থাকতো  মা আর পাপার  পুজোর জামা দেওয়ার  হিড়িক।  এই দেয়া নেয়া র মধ্যে যেই আনন্দ ও উচ্ছাস জড়িয়ে থাকতো সেটা  অতুলনীয়।  😇

এরপর যখন একটু বড়  হতে লাগলাম, তখন পুজোর জামার আমদানি  গুলো বদলে হলো টাকার আমদানি , পাছে আমাদের জামা পছন্দ না হয়। কিন্তু আমার কখনোই এটা ভালো লাগতো না , টাকার মধ্যে ওই আবেগ বা ভালোবাসা টা  পেতাম না, হয়তো  যিনি দিচ্ছেন তার পছন্দকে সম্মান জানানোর সুযোগ পাওয়া যেত না বলে কেমন মেকি লাগতো ।  উপহারের কোনো পছন্দ বা অপছন্দ হয়না।  তাই না ? ভালোবাসাটাই আসল।  সেই যাই হোক, এই রীতি এখনো চলছে।  এবং অনেকেই এতে বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন (আমি একদম করিনা)। জামা না পেলেও, "কিছু কিনে নিও" এখনো  বিদ্যমান।

এখন এই গত ৫-৭ বছর ধরে অনলাইন শপিং এর হিড়িকে সারা বছর ধরেই জামা, শাড়ী কেনা হচ্ছে। আগের মতন কোনো বিশেষ সময় লাগেনা।  আগে যেমন পয়লা বৈশাখ আর দূর্গা পূজা হতো জামা কেনার আসল সময়, এখন ১২ মাস ধরেই চলছে কেনাকাটা।  তো চাকরি পাওয়ার পর, এই অনলাইন শপিং টা  অতিরিক্ত বেড়ে গেলো।  পুজোর এক-দেড় মাস আগে যেগুলো কেনা হচ্ছে, সেগুলো পুজোর জন্য বরাদ্দ করে আবার গুনতি হতো শুরু।  এই গণনা কিন্তু শুধু মনে মনে , এই ধেড়ে বয়সে কেউ তো আর জিজ্ঞেস করবেনা , খুকী , কটা  জামা হলো? আমাকে একটা দেবে ? 😂 তাও অতিরিক্ত কাছের কোনো বন্ধু জিজ্ঞেস করলে তখন বলা চলতো। হা হা।  এইটা এখনো চলছে আর হয়তো চলবেও।

কিন্তু মা পাপা  দিদিভাই এর কোটা টা এখনো বিদ্যমান।  আর সেই পুজোর জামা মনে করিয়ে দেয় , পুজোর রং বদলালেও পুজোর ভাব টা  একই আছে।

তা আপনার পুজোর  কটা জামা হলো ?😛



🔺🔻🔺🔻🔺🔻🔺🔺🔻


Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

Sunday, 15 September 2019

ছোট্টবেলার রং গোটা দুই চার - তৃতীয় পাতা

ছোট্টবেলার রং গোটা দুই চার ,
ছুটির দিন ,খালি বাড়ির উপহার 
খেলা ধুলা ,সাজগোজে রঙের বাহার 
শক্তিমান আর হাজমোলার মজার শনিবার 


ভাবলে মনে হয় , এই তো কিছু দিন আগের ঘটনা।  ঘুম থেকে ওঠা সকাল গুলো,  মা পাপার কাজে বেরোনোর অপেক্ষা , আমার আর দিদিভাইয়ের মজা গুলো সব এখনো চোখে দেখতে পারি। কেমন যেন মরীচিকার মতন, মনে হয় এইতো  খুব নিকটবর্তী কিন্তু ধরা যায় না। তখন পেরিয়ে আসা বছর গুলো চোখে আঙ্গুল দেখিয়ে  দেয়, যে  তুই এখন আর ছোট নেই।  ছোট্টবেলা পেরিয়ে এসেছিস।  হা: হা: ।

তা যাক গে  এই সব বড়ো  হয়ে  যাওয়ার  দুঃখের অনুভূতি।  ছোট্টবেলার কিছু মুহূর্ত আমি আপনাদের বলি। মোটামুটি বোনেদের মধ্যে এগুলো খুব স্বাভাবিক। আপনাদের মধ্যে যদি এমনা কেউ থাকেন যাঁরা  ছোটবেলা দিদি বা বোনের সাথে কাটিয়েছেন, তাদের হয়তো  বেশ মজা লাগবে।  আমি আর আমার দিদিভাই হলাম মানিকজোড়।  ঝগড়া ঝাঁটি হতো  ঠিকই , কিন্তু দিদিভাই আমার মাথার উপর ছত্রছায়ায় মতন থাকতো সবসময় , এখনো তাই.। আমার দ্বিতীয় মা।  তো আমাদের জন্য শনিবার টা একটা বিশেষ দিন ছিল।  আমার চতুর্থ শ্রেণী  পড়া  অব্দি এইটা ছিল প্রতি শনিবারের রুটিন।  শনিবার মা পাপা দুজনেই  কাজে বেরোতেন, আর আমরা দুজনেই বাড়িতে থাকতাম।  মা বেরিয়ে যাওয়ার পরেই শুরু হতো শক্তিমান দেখার ধুম।  সে যে কি আনন্দ ৯০ দশকের  ছেলেপিলেরা বুঝবে। দিদিভাই মাঝে মাঝে পাড়ার বিচিত্রা মুদি দোকান থেকে ১ টাকায়  ৭ টা হাজমোলা  নিয়ে আসতো।  আমরা ৩.৫ করে ভেঙে খেতাম আর শক্তিমান দেখতাম।

তারপর হতো আমাদের রান্নাঘরের আসর শুরু।  কেমন রান্নাঘর ? খেলার রান্নাঘর। টিভি তে যেমন ভাবে মহিলারা রান্না শেখাতো, সেই অনুকরণে ডাইনিং টেবিলের উপর সমস্ত কাঁচের ও চীনা মাটির বাসন নামিয়ে  শুরু হতো আমাদের দুই বোনের রান্না রান্না খেলা। আমি হতাম সঞ্চালিকা আর দিদিভাই হতো রাঁধুনি। বলে রাখি আমার দিদিভাই ছোটবেলা থেকে দুর্দান্ত মিমিক্রি করে, ও তখন হিন্দি তে খুব সুন্দর নকল করে করে রান্না শেখাতো।  ঠিক যেমন দূরদর্শন ন্যাশনালের মহিলারা করতো। কি রেসিপি দিতো আমরা কেউ জানিনা। শুধু অভিনয় করতাম। হা হা। এমন হয়েছে কয়েকবার বাস্তব সামগ্রী নিয়ে তেল, গ্যাস ছাড়া রান্না করতে গিয়ে সমস্ত রন্ধন সামগ্রী দিয়েছি নষ্ট করে আর মায়ের বাড়ি  ফেরত আসার পর দুমাদ্দুম  মার্  আর বকুনি খেতে হয়েছে। 

এছাড়াও আমাদের থাকতো আরেকটা খেলা, সাজগোজ করে  মায়ের শাড়ী আলমারি থেকে নামিয়ে পরে ঘুরে বেড়ানো। স্কেচ পেন দিয়ে নেলপলিশ, মুখে পাউডার আর একটু লিপস্টিক।  মনে আছে, মায়ের স্কুল শনিবার হাফ ডে হতো, ১:৩০  টা থেকে ২ ট র মধ্যে মা যেই কলিং বেল বাজাতো, হুটোপুটি করে শাড়ী খুলে, মুখের লিপস্টিক মুছে দরজা খুলতে যেতাম, অনেকসময় গামছা দিয়ে মুখ ঢেকে দরজা খুলে দিতাম।  মা যে বুঝতো না তা নয়, বুঝতো বটেই।  হয়তো কখনো কখনো মাফ করে দিতো। মাকে আমরা দুজনেই খুব ভয় পেতাম  আর এখন মা হয়ে গেছে ডার্লিং  বেস্ট ফ্রেন্ড। 



এই সব দিন বড্ডো মনে  পড়ে।  ২০ বছরের ও বেশি।  কি করে যে কেটে গেলো টের পাওয়া যায়নি।  আপনাদের ও নিশ্চই থাকবে , যদি মনে করেন, শেয়ার করুন।




Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

Monday, 11 March 2019

রামধনু

রূপকথা রূপকথাতেই ভালো 
যেমন দিগন্তে  ভেসে ওঠা গোধূলির আলো , 
বইয়ের পাতায়, হালকা হাওয়ায় 
মনের কোনে বাসা বাঁধা রামধনুর রং-ও   
ক্ষনিকের পরে  আকাশে মিলিয়ে যায় 
বৃষ্টির জলের দমকা হাওয়ায়  ।।
একটুকু স্থির নিঃশ্বাস ,
পিঞ্জরের কোনো এক কোনায়ে সুপ্ত বাস 

খেয়াল খুশীর হিসেব নিকেশ,
দমকা প্রেমের  এক চিলতে রেশ  
।।


















Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy