ভেবে দেখবেন, সবার জীবনে এমন কিছু স্মৃতি থাকে যা বড্ড অমুল্য, যা বার বার ফিরে পেতে বা দেখতে ইচ্ছা করে, কিন্তু হয়তো সেই স্মৃতিতে থাকা জায়গা, জমি বা মানুষজন বা পরিস্থিতি কিছুই আদতে বর্তমান নেই বা হাজার চেষ্টা চালিয়ে গেলেও বাস্তবে সেটাকে জীবনে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নেই। আমার ক্ষেত্রে, তখন কিন্তু একমাত্র গান বা সুর ই সহায়। তৎকালীন গান বা কোনো সুর, যা ঐ সময়ের ভাবগতির সাথে মিলে মিশে একাকার হয়ে গেছিল। সেগুলো শুনলে, হারিয়ে যাওয়া পৃষ্ঠা গুলোকে খুব কাছ থেকে আবার উপলব্ধি করতে পারি। এই যেমন কাল, আমি আর আমার দিদিভাই, ১৯ বছর পরে নিজের ছোটবেলার পাড়া বেড়াতে গেছিলাম। পাড়া টা পুরো বদলে গেছে, মানুষজন বদলে গেছে এবং সর্বোপরি যেই বাড়িতে আমাদের বেড়ে ওঠা, সেটার কিছুই আগের মতন নেই। মিলের মধ্যে খুঁজে পেলাম বাথরুমের জানালা, রান্নাঘরের ঘুলঘুলি আর বারান্দার সিকিভাগ টুকু, আর হ্যাঁ পাশের বাড়ির লেবু গাছটা, যেটার পাতা আমাদের ছাদে ভরে যেত। মনের মধ্যে যেই ছবি টা ছিল আমাদের বাড়ির, তার এক ফোঁটাও অস্তিত্ব নেই। কষ্ট হয়েছে, কিন্তু ঐ যে বললাম, আমাদের বোনবেলা, ঘরের ডিম লাইট, দেয়ালের রং, দোলনা দোলার শব্দ, ছাদের হাওয়া, সুপুরী গাছের পাতা, মায়ের বাড়ি ফেরার আওয়াজ, পাপার পোতা গাছের ফল/ফুল, কোনার টেবিলের টেলিফোনের ডায়েরী - এই সমস্ত কিছুর সাথে কিছু গান মিলেমিশে একাকার হয়ে গেছিল এবং সেই গানের মধ্যে খুঁজে পাই পুরোনো দিনের অস্তিত্ব।
#musicislife ❤️

No comments:
Post a Comment
Thanks for reading the post and if you like it then don't forget to fill a comment and send that to me .