Sunday 3 April 2016

চ্যাট স্ক্রীনের জঞ্জালে

চার দেয়ালের  বদ্ধ  ঘরে ,
তর আর আমার চ্যাট  স্ক্রীনের  দৈর্ঘ্য  বারে। 
ব্যস্ত আমি ব্যস্ত তুই ,
কথা বলার সময় কই ?
আগে দূরে  কেউ থাকলে পরে ,
আসত  চিঠি  ডাকের ঘরে। 
হাতের লেখা ছুঁয়ে অনুভূতির পারদ যখন উঠত  বেড়ে ,
ঠিক তক্ষুনি মনে হত যেন 
এইতো  দেখো  কালির দাগে ফুটছে ভেসে মুখখানা ,
আনন্দ আর ভালবাসায় এক্কেবারে আটখানা। 

কিন্তু কই  সেই দিন এখন?
সবটাই বড্ড কেমন কেমন ,
চ্যাট এই  যখন হছে কামাল ,
কথা বলার দরকার আছে কি বিশাল ?
 বেশ তো চলে আঙ্গুলের  খেলা ,
চলুক না তবে এরকম আরো কিছু বেলা। 
যন্ত্র হচ্ছি  হই না মিলে ,
কোনদিন হয়ত তর কন্ঠস্বর  তাই যাব ভুলে।




Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

No comments:

Post a Comment

Thanks for reading the post and if you like it then don't forget to fill a comment and send that to me .