Sunday, 27 December 2015

ভেঙচি !!



বলতে চাই অনেক কিছু 
মন করে হাস ফাঁস ,
মুখ করে রাখি কাচু  মাচু 
অবশেষে হই হতাশ  !!

আশা যেখানে  শুন্য  মরু ,
কূলের  হদিশ  নাই 
বল তো দেখি কেমন করে সোনার হরিণ পাই  ?
তাই শুধু  গুনি  দিন আর মাস ,
গতের পথ ধরে 
চুপটি করে  ভেঙচি  মুখে ,
দেখি তোকে প্রাণ ভরে  ।। 




Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

1 comment:

Thanks for reading the post and if you like it then don't forget to fill a comment and send that to me .