রূপকথা রূপকথাতেই ভালো
যেমন দিগন্তে ভেসে ওঠা গোধূলির আলো ,
বইয়ের পাতায়, হালকা হাওয়ায়
মনের কোনে বাসা বাঁধা রামধনুর রং-ও
ক্ষনিকের পরে আকাশে মিলিয়ে যায়
বৃষ্টির জলের দমকা হাওয়ায় ।।
একটুকু স্থির নিঃশ্বাস ,
পিঞ্জরের কোনো এক কোনায়ে সুপ্ত বাস
খেয়াল খুশীর হিসেব নিকেশ,
দমকা প্রেমের এক চিলতে রেশ ।।
পিঞ্জরের কোনো এক কোনায়ে সুপ্ত বাস
খেয়াল খুশীর হিসেব নিকেশ,
দমকা প্রেমের এক চিলতে রেশ ।।
Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy