Tuesday, 15 August 2017

মরীচিকা


ইমেজ সোর্স : https://in.pinterest.com/explore/bird-art/





পিছল হাতের ফাঁকে পালিয়ে যাওয়া  মুহূর্ত 
পাওয়া ,না পাওয়ার গন্ডি  ।
আকাঙ্খায়  মোড়া  স্বপ্নের  তোড়া ,
যেন মরীচিকাকে ধরার লালসা  !
অসহায় সময়ের ব্যাবধান ,
বাকরুদ্ধ  চোখের  নিষ্পাপ  অভিমান  !
খাঁচায় থাকা চাতক পাখি ,
আর 
বৃষ্টিতে ভেজা  রঙিন কৃষ্ণচূড়া  ।। 











Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy