গত ফাগুনের মাসে
তুমি এসেছিলে আমার কাছে
বলেছিলে প্রথম কথা
মাঝরাতে,
শুনেছিলাম একটি হ্যালো
ভালো লেগেছিল।
অজানা রাস্তা ধরে আমরা হেঁটেছিলাম নদী পারে,
তোমাকে দেখেছিলাম ধুসর পাঞ্জাবি গায়ে
হাতে সিগারেট আর সাধারণ চটি পায়ে ,
কিন্তু আমার কল্পনাতে,
কিন্তু আমার কল্পনাতে,
ভালো লেগেছিল।
ঘুরেছিলাম পার্ক স্ট্রীটের পুরনো গোরস্থান
কিছুটা অম্লান
বসেছিলাম চুপচাপ,
কিন্তু আমার কল্পনাতে,
তাও ভালো লেগেছিল।
সেই ফাগুনের মাসে
তুমি আসবে বলেছিলে,
আসলে না আর,
আমি বসে রইলাম জানালার ধারে।
অচেনা অজানা চশমা চোখে
দেখেছিলাম তোমাকে,
ভালো লেগেছিল।
ঘুরেছিলাম পার্ক স্ট্রীটের পুরনো গোরস্থান
কিছুটা অম্লান
বসেছিলাম চুপচাপ,
কিন্তু আমার কল্পনাতে,
তাও ভালো লেগেছিল।
সেই ফাগুনের মাসে
তুমি আসবে বলেছিলে,
আসলে না আর,
আমি বসে রইলাম জানালার ধারে।
অচেনা অজানা চশমা চোখে
দেখেছিলাম তোমাকে,
ভালো লেগেছিল।
This picture speaks a lot... I found it so graceful and expressive that I had to put it. I don't keep any credits. Credit : here |
Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy