Thursday, 27 March 2014

ভালো লেগেছিল।

গত ফাগুনের মাসে
তুমি এসেছিলে আমার কাছে 
বলেছিলে প্রথম কথা 
মাঝরাতে,
শুনেছিলাম একটি হ্যালো 
ভালো লেগেছিল। 

অজানা রাস্তা ধরে আমরা হেঁটেছিলাম নদী পারে,
তোমাকে দেখেছিলাম ধুসর পাঞ্জাবি গায়ে 
হাতে সিগারেট আর সাধারণ চটি পায়ে ,
কিন্তু আমার কল্পনাতে,
ভালো লেগেছিল। 

ঘুরেছিলাম পার্ক স্ট্রীটের পুরনো গোরস্থান
কিছুটা অম্লান 
বসেছিলাম চুপচাপ,
কিন্তু আমার কল্পনাতে,
তাও ভালো লেগেছিল। 

সেই ফাগুনের মাসে 
তুমি আসবে বলেছিলে,
আসলে না আর,
আমি বসে রইলাম জানালার ধারে। 
অচেনা অজানা চশমা চোখে 
দেখেছিলাম তোমাকে,
ভালো লেগেছিল। 


This picture speaks a lot... I found it so graceful and expressive
that I had to put it. I don't keep any credits.
Credit : here 





Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

Published

** happy ** 





Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

Wednesday, 26 March 2014

সেই বাড়িটা

সময় এগোচ্ছে। বছর ফুরোচ্ছে আর হচ্ছে অগ্রগতি। কিন্তু অগ্রগতির ভীড়ে আমরা অনেক কিছু হারাচ্ছি। তথাকথিত কিছু লিখতে চাইছিনা। আমি স্মৃতিচারণের ভোগবিলাসী তাই কিছু সময়ে এই অগ্রগতিকে বকা দিতে ইচ্ছে করে। এই অগ্রগতির একটি বিশিষ্ট নিদর্শন হলো পুরনো বাড়ি ভেঙ্গে ফ্ল্যাট বাড়ি বানানো। আর কারণ কিংবা অকারণেই হোক আমার তাতে কেন জানি খুব দুঃখ হয়। সব স্মৃতি গুলো যেন ইঁটের টুকরোর মতন গুঁড়ো গুঁড়ো হয়ে যায়ে। 

যখন আমি ছোট ছিলাম, আমাদের বাড়ি অন্য পাড়ায়ে ছিল। সেই লোকালয় আমার এখনের পাড়া থেকে খুব একটা দূরে নয়।আমি চাইলেই দেখে আসতে পারি। কিন্তু কিছুদিন ধরে আমার মন মেজাজ ভালো নেই। আমার প্রিয় বাড়িটা ভাঙ্গা পরেছে ,কারণ সেই যে "নতুন ফ্ল্যাট বাড়ি "।

আমার ছোটবেলায়ে বারান্দার রেলিং  এ ঝোলা থেকে শুরু করে দু:খে বারান্দায়ে দাড়ানো পর্যন্ত সব সময় দেখতে পেতাম ওই বাড়িটাকে। বাড়িটা মেন রাস্তার ওপারে ছিল। তাই একা ইচ্ছেমতন খেলার অজুহাতেও যেতে পারতাম না। যানবাহনের আতঙ্কে আঁকা মায়ের গন্ডি দেওয়া ছিল। যেতাম না তা নয় ,বড়দের সাথে প্রায়ই যেতাম।কিন্তু দূর থেকে দেখার মতন আনন্দ উপভোগ করতে পারতাম না। বাড়িটা অদ্ভুতভাবে সুন্দর লাগত আমার চোখে। সাধারণ প্লাস্টার বা রং কিছুই ছিল না। শুধু ইঁট আর সিমেন্টের ছালবাকল ছিল মাত্র। বারান্দার রেলিং গুলোও ছিল অনাবৃত। বাড়িটা ছিল দ্বিতল, এক তলায়ে ছিল প্রসিদ্ধ চুনীলাল এন্ড সন্স মিষ্টান্ন ভান্ডার। যখনই বারান্দায়ে দাড়াতাম , দেখতাম লোকেদের আসতে আর যেতে। সবাইকে মিষ্টি হাতে নিয়ে।আর উপরের তলায়ে কাউকে খুব একটা বেশি দেখেছি বলে মনে পড়ে না। সন্ধ্যে বেলায়ে বেরোলে তাও টিউবের এক চিলতে আলো দেখতে পেতাম পর্দার ফাঁক দিয়ে। তারপর সেই চুনীলাল এন্ড সন্স পরিবর্তিত হয়ে হলো জ্যোত্স্না মিষ্টান্ন ভান্ডার। ওই ছোট পরিবর্তন আমার মানসিক অবসাদ ঘটাতে পারেনি। তারপর আমরা অন্য পাড়ায়ে চলে আসলাম। জ্যোত্স্না ও পরে গাঙ্গুরমস হলো। দুই সপ্তাহ আগেও ছিল গাঙ্গুরমস।কিন্তু এখন যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছি আসছি ,দেখছি একটা বিশাল খালি জায়েগা , চারিদিকে ইঁট - সুড়কির গুঁড়ো।পুরো রাস্তাটাই বদলে গেছে। কি জানি আমার ছোটবেলার বারান্দা থেকে এখন কেমন লাগছে জায়েগাটা। 






Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

Monday, 24 March 2014

Queen !! is the Queen of Women's heart

** Speechless ** 

is the only word that completes it..





Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

Friday, 14 March 2014

Astanayika ... Khandita Nayika

Many of us know and many don't. Asthanayika in Natyasashtra are an integral part of Indian Classical dance and music. Saint Bharat depicted eight mental and emotional states a woman can have. All the states belong to being in romance and love. Ashtanayika is an integral part of Abhinaya in various Indian classical dance forms and it has been used in many portrait, wall art, sculpture as theme. 

I should ask prior apology for what I am going to do. I am not here to poke or hurt anyone's sentiments those who are very much involved with Natyasastra as I am a devotee of Indian classical dance and worshiper of it. Somehow after getting indulged into Abhinaya especially 'Khandita Nayika' I finished reading other seven Nayikas too. I realized that we women are ocean of sentiments and secrets. We pass through various emotional state while in love and relations. Sometimes we express but few times we don't. We suppress our grief in deepest level of heart and tolerate everything. These eight scenarios were true then and will be true universally for the rest of the time world can have. So suddenly I thought to write few poems based on the same concept one can have.

Mercy please !!  this try is just a form of expressing my influence...


Khandita Nayika
one enraged with her lover ]


Long night I waited for you,
lit the light of hope and hue..
with desire and aspiration,
to meet my soul's eternal connection..
Yes last night I was waiting for you,
but how could you ?

(small pause)

Halting at the balcony,
with excitement and agony..
I was searching for your shadow,
to knock the door
of my heart core...

(tears)

You promised me right,
to spend the rest of the night ..
under the calm and serene moonlight?
Oh! God
my foolish thought
deceived me to believe
the harsh truth, the real fuzz
with the shocking grief.

(long pause)

How could you break my trust 
& cover me with the painful crust ?
How could you break your words
& bring out my hidden and lost tears ?

(Hesitation)

Was she beautiful than me in yellow moonlight?
Did she talk sweeter than me for the whole night?
Did she make you happier that I do?
Tell me now, I won't mind it too.

(Breaking down)

Oh ! God how could you ???

( ... Silence ... )

Picture : Wikipedia
Read More : http://en.wikipedia.org/wiki/Ashta_Nayika
written on 5th March,2014


Read the Astanayika Series here 


Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

Thursday, 13 March 2014

Most Played ... 9



Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

Monday, 10 March 2014

Ocean is blue, waves are white ... a blissful delight

Sea sand and sand of dunes are the most loved spaces for me. So when I was asked, I could never say no to that. This weekend was unexpectedly happiest short vacation in my life. I loved spending my each seconds near the sea of Digha and hear the sounds of ocean waves for day and night, playing with water for around two hours, walking over the sand thoroughly by the beach from one side to another in early silent less crowded morning. ahhh !! 


I walk over the sand,
leave my footprint behind...
look at the newly awakening sun,
that rains its own reflection...
hear the sounds of restless waves,
that kiss my feet with a silent grace...
wash away my skin with a splash,
I feel shy and blush...






It came , touched, washed my feet and floated back again !! 

Old Digha Sea Beach

Nothing is better than sitting beside the water and
seeing others enjoying it

lovely isn't it ?

Thoughtful


It was awesome


Layers and Layers 

Paperdoll !!

Evening at New Digha Beach

♫ "I stand beside my own reflection "... LP

Morning 6:30 at Old Digha

Beautiful art of Nature

Serene and peaceful 

Old Digha

Old Digha Beach

When one meets another

Selfie 


Bubbling crab

Open sky meets horizon

I stayed 

New digha... So colorful isn't it ?







It was very cute 

Hail the friendship 

Breakfast view 

Garam chai ki pyaali ho ♫ tang tang tang ♫



Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy

Sunday, 2 March 2014

Movies...Mar, 2014

24th March, 2014


23rd March, 2014


22nd March,2014 1:15 am


16th March, 2014



14th March, 2014


2nd March, 2014


1st March, 2014

Posted By Debarati Datta Read about me here blogging since 2011 Copyright © Debarati Datta Privacy Policy