"Monpura"and Soul of Bangladesh
"মেঘের উপর আকাশ ওরে
নদীর অপার পাখির বাসা
বুকের ভিতর নোনা ব্যাথা
চোখে আমার ঝরে কথা
এপার অপার তোলপার একা "
" মনপুরা " - সহজ সরল একটি নিষ্পাপ প্রেম কাহিনী । সহজ সরল ভালবাসা , নিষ্পাপ দুটো মানুষ , ভালবাসার নির্বাক সাক্ষী ভরা গাঙ , গাঙ্গের বুকে ভালবাসার ঘর একটি নৌকা , সবুজ বাংলা আর মন এ দাগ কেটে ফেলা কিছু বাংলা পল্লী গীতি । আমি মুগ্ধ। আমি কলকাতার বাঙালি (যদিও আমার পূর্বপুরুষ বাংলাদেশ এর কুমিল্লা জেলা এর অধিবাসী ছিলেন ) । হয়ত বা এই জন্যই আমাকে বাংলাদেশ খুব টানে ।বাংলাদেশ এর কথা অনেক শুনেছি , বেশির ভাগ টাই যদিও papa এর কাছে থেকে শোনা । এখনো শুনি । বাংলাদেশ এর মাটির গন্ধ , বাংলাদেশ এর পদ্মা, সবুজ খেত,গাছপালা ,মানুষের স্বাভাবিক জীবনযাপন ,তাদের ভাষা এর মিষ্টি টান আর মাঝিদের ভাটিয়ালি গান আমার মনের খুব কাছের । কলকাতা তে অচিন পাখি নামে একটি ছায়াছবি আগে মুক্তি পেয়েছিল ঠিকই যার প্রেক্ষাপট মনপুরা থেকে নেবা । বলা যেতে পারে মনপুরা এর রিমেক । অনেক গান ই মনপুরা থেকে নেবা হয়েছে । গান গুলি আমার কাছে প্রিয় ছিল সেই তখন থেকেই। দু:খের ঘটনা এই ভালো ছবিটি আমি এতদিন্পরে পরশু দিন শেষ করলাম । আর সত্যি "যাও পাখি বল তারে" গানটির মতন আমার ও চোখ দিয়ে কথা ঝরছিল ।
ছোট্ট একটি জাযেগা , নাম তার মনপুরা । সেই ছোট্ট জাযেগার একমাত্র নায়ক সোনাই আর মনপুরা এর অচিন অতিথি মাঝির মেয়ে পরী হলো তার নায়িকা। আর সেই যে আগে বোল্লাম এই দুটি পাখির ভালবাসার নির্বাক সাক্ষীরা হলেন - মনপুরার একটি মাত্র ময়না , কিচ্ছু পালিত জীব , নৌকা আর ভরা গাঙ ।
কিন্তু নিষ্ঠুর নিয়তি । ভালবাসার প্রকৃত পরিনাম ছিনিয়ে নিল । দুপ্রান্তে দুজন একে অপরের থেকে অনেক দুরে রয়ে গেল। আর এই নিষ্ঠুর পরিনামের সাক্ষী ও হলো সেই ভরা গাঙ্গ আর তার জল ।
© দেবারতি দত্ত
No comments:
Post a Comment
Thanks for reading the post and if you like it then don't forget to fill a comment and send that to me .